ঢাকা, ১২ ডিসেম্বর বৃহস্পতিবার, ২০২৪ || ২৮ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৩৩

দ্বিতীয় বিয়ে করলেন অভিনেত্রী তানজিকা

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৩৮ ৭ ডিসেম্বর ২০২৪  

বিয়ে করেছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিকা আমিন। শুক্রবার দুপুরে রাজধানীর বেইলি রোডে তার নিজ বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়েতে উপস্থিত ছিলেন দুই পরিবারের ঘনিষ্ঠজনরা।

বিয়ের খবর তানজিকা নিজেই গণমাধ্যমকে জানান এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের ছবি প্রকাশ করেন।  বিয়ে প্রসঙ্গে তানজিকা জানান, এতদিন সব সময় মনে হয়েছে, বিয়ের জন্য সঠিক সময় আসেনি। এখন মনে হয়েছে, সঠিক সময় এবং সঠিক মানুষের দেখাও পেয়েছেন তাই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

তানজিকার বর অস্ট্রেলিয়া প্রবাসী। বরের নাম সাইফ বাসুনিয়া। তিনি ২৫ বছরের বেশি সময় ধরে সিডনিতে বসবাস করছেন। ২০১৮ সাল থেকে এ অভিনেত্রীর সঙ্গে সাইফের পরিচয়। এরই মধ্যে তাদের বন্ধুত্ব তৈরি হয়।


বিয়ের পর কি দেশে থাকবেন নাকি অস্ট্রেলিয়ায় চলে যাবেন? এ প্রশ্নে তানজিকা বলেন, অভিনয় তো আমার প্রাণের জায়গা এবং ঢাকা আমার প্রাণের শহর। তবে কিছু কারণে আমাকে হয়তো যাওয়া–আসার মধ্যে থাকতে হবে।

বিয়ে প্রসঙ্গে তানজিকা বলেন, আমাদের শুধু আকদ হয়েছে। একেবারে পারিবারিকভাবে এবং আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন। সাইফকে আমি ২০১৮ সাল থেকে চিনলেও কখনো তাকে বিয়ে করব, এমনটা ভাবিনি। আমাদের মধ্যে ভালো বন্ধুত্ব ছিল। কিন্তু সেটা যে প্রেম বা বিয়েতে গড়াবে, তা ভাবিনি।

উল্লখ্য,  এর আগে তানজিকা বিয়ে করেছিলেন স্থপতি এনামুল করিম নির্ঝরকে। তাঁদের সেই দাম্পত্য সম্পর্ক বেশিদিন টিকেনি। এটি তানজিকার দ্বিতীয় বিয়ে।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর