ঢাকা, ১৫ জানুয়ারি বুধবার, ২০২৫ || ২ মাঘ ১৪৩১
good-food
১৩৯৪

ধর্ম প্রতিমন্ত্রী হচ্ছেন ফরিদুল হক খান

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:১৭ ২৪ নভেম্বর ২০২০  

ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব নিতে যাচ্ছেন জামালপুর-২ আসনের (ইসলামপুর) সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল। মন্ত্রিপরিষদ সূত্রে এ তথ্য জানা গেছে। মঙ্গলবার  সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেবেন তিনি। 

 

বঙ্গভবন সূত্রে জানা গেছে, ওই সময় মন্ত্রিসভার সদস্য হিসেবে একজনের শপথ গ্রহণের প্রস্তুতি নেয়া হয়েছে।

 

ফরিদুল হক নৌকা প্রতীকে আওয়ামী লীগের মনোনয়নে জামালপুর-২ আসন (ইসলামপুর) থেকে নবম, দশম ও একাদশ জাতীয় সংসদে নির্বাচিত সদস্য। এছাড়া তিনি ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। দশম জাতীয় সংসদে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন।

 

ফরিদুল হক ১৯৫৬ সালের ২ জানুয়ারি তৎকালীন পূর্ব পাকিস্তানের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার উত্তর সিরাজাবাদ গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মো. হবিবর রহমান খান ও মাতার নাম মোসাম্মৎ ফাতেমা খানম।

 

উল্লেখ্য, গত ১৩ জুন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর মৃত্যুর পর থেকে ধর্ম মন্ত্রণালয় মন্ত্রিশূণ্য রয়েছে।

ধর্ম বিভাগের পাঠকপ্রিয় খবর