ঢাকা, ১২ মার্চ বুধবার, ২০২৫ || ২৭ ফাল্গুন ১৪৩১
good-food
১৩৪৬

ধর্মের জন্য অভিনয় ছাড়লেন সুজানা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৫৩ ১৬ জুন ২০২০  

দীর্ঘ ১৬ বছর ধরে আলো ঝলমলে দুনিয়ায় দাপিয়ে বেড়াচ্ছেন সুজানা জাফর। এ সময়ে অসংখ্য বিজ্ঞাপন, মিউজিক ভিডিও, নাটকে সুনামের সঙ্গে কাজ করেছেন তিনি।

ক্যারিয়ারের মধ্যগগনে এসে মিডিয়াকে বিদায় জানালেন জনপ্রিয় এ মডেল কন্যা। ধর্মের কারণে অভিনয় জগতকে ‘গুডবাই’ বললেন তিনি।

২০১৮ সালের নভেম্বরে ওমরাহ পালন করেন সুজানা। গেল তিন মাস ধরে হোম কোয়ারেন্টিনে আছেন তিনি। সেই থেকে নিয়মিত কোরআন, হাদিস পড়ছেন। এতে ধীরে ধীরে তার মন বদলে গেছে।  

সুজানা বলেন, গেল ৩ মাসে কোরআন, হাদিস থেকে আমি অনেক কিছু শিখেছি। তাতে যে শান্তি পেয়েছি, তা আগে কখনই পাইনি। আমার মন থেকে মিডিয়ায় কাজের ইচ্ছা নষ্ট হয়ে গেছে। তাই আমি আর কাজ করব না। এ ভুবনকে বিদায় জানালাম। 

২০০১ সালে মডেলিং দিয়ে শোবিজ অঙ্গনে যাত্রা করেন সুজানা। ২০০৩ সালে লাক্স ফটোসুন্দরীর মুকুট পরেন তিনি। এরপর অসংখ্য বিজ্ঞাপন, মিউজিক ভিডিও, নাটকে সদর্পে তার উপস্থিতি দেখা গেছে। 

তবে গেল ৩ বছর ধরে মিডিয়াতে অনিয়মিত সুজানা। বর্তমানে বুটিক্স ব্যবসা করছেন তিনি। এবার অভিনয়কেই ‘বাই বাই টা টা’ জানালেন।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর