ঢাকা, ০৪ ডিসেম্বর বুধবার, ২০২৪ || ২০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৫৮২

ধর্ষণ মামলায় গ্রেফতার ৪ শিশুকে উন্নয়ন কেন্দ্রে পাঠান

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:০২ ৮ অক্টোবর ২০২০  

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় শিশু (৫) ধর্ষণের মামলায় গ্রেফতার ৪ শিশুকে যশোর শিশু-কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দিলেন আদালত। 

 

বুধবার বিকালে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এনায়েত উল্ল্যাহ এ নির্দেশ দেন। 
এর আগে ৯-১১ বছর বয়সী সেই ৪ শিশুকে বাকেরগঞ্জ থানা থেকে আদালতে নিয়ে যায় পুলিশ।

 

ভুক্তভোগীর অভিভাবকরা জানান, গত ৪ অক্টোবর বিকালে খেলার কথা বলে বাড়ির পাশের বাগানে নিয়ে গিয়ে তাদের ৫ বছর বয়সী শিশুকে ৪ শিশু ধর্ষণ করে। ৫ অক্টোবর রাতে নির্যাতনের শিকার শিশুটি অসুস্থ হয়ে পড়ে। পরদিন সকালে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে মেডিকেল পরীক্ষার জন্য ওকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান সেখানকার চিকিৎসক।

 

বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (এমআরও) ডা. ইসরাত জেরিন জুঁই বলেন, ৬ অক্টোবর সকালে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। শিশুটির অবস্থা দেখে এবং তার সঙ্গে কথা বলে ধর্ষণের সন্দেহ হলে মেডিকেল পরীক্ষার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 

বাকেরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার বলেন, এ ঘটনায় ভুক্তভোগী ও অভিযুক্ত-উভয়ই শিশু। প্রচলিত আইনে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

শিশু বিভাগের পাঠকপ্রিয় খবর