ঢাকা, ১৭ জানুয়ারি শুক্রবার, ২০২৫ || ৪ মাঘ ১৪৩১
good-food
৫৩০

ধর্ষণবিরোধী মিছিলে পুলিশের লাঠিচার্জ, আহত ৫

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:২৭ ৬ অক্টোবর ২০২০  

রাজধানীর শাহবাগে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখী ধর্ষণবিরোধী মিছিলে বাধা দিয়েছে পুলিশ। তাদের লাঠিচার্জে কমপক্ষে ৭ আন্দোলনকারী আহত হয়েছেন।

 

মঙ্গলবার শাহবাগে ধর্ষণবিরোধী গণজমায়েত হয়। সেখান থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে কালো পতাকা মিছিল শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই পুলিশি বাধার মুখে পড়েন বিক্ষোভকারীরা।

 

দুপুর ১২টা থেকে ‘ধর্ষকের বিরুদ্ধে বাংলাদেশ’ ব্যানারে ধর্ষণবিরোধী গণজমায়েত হয়। সোয়া ১টার দিকে শাহবাগ মোড় থেকে মিছিল বের হয়। 

 

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় পৌঁছলে আন্দোলনকারীদের বাধা দেয় পুলিশ। তাদের ওপর লাঠিচার্জ করে তারা।

 

পরে পুলিশের সঙ্গে ছাত্র ইউনিয়নের সদস্যদের ধস্তাধস্তি শুরু হয়। এতে পাঁচজন আহত হন।

 

কলাবাগান ছাত্র ইউনিয়নের সদস্য সাদিয়া ইমরোজ ইলা বলেন, পুলিশের লাঠিচার্জে মোহাম্মদপুর থানা ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন শুভ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের শিক্ষা ও গবেষণা সম্পাদক আসমানি আশাসহ পাঁচজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে নেয়া হচ্ছে।

 

প্রসঙ্গত, গত সেপ্টেম্বরের শুরুর দিকে বেগমগঞ্জের একলাছপুরে নারীকে (৩৭) বিবস্ত্র করে নির্যাতন করে দুর্বৃত্তরা। এর ভিডিও চিত্রও ধারণ করে তারা। পরে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় হয়। এ ন্যাক্কারজনক ঘটনায় দেশব্যাপী তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

 

আর গত ২৫ সেপ্টেম্বর সিলেটে স্বামীর সঙ্গে বেড়াতে যায় তরুণী। তাকে তুলে নিয়ে এমসি কলেজের ছাত্রাবাসে গণধর্ষণ করে দুর্বৃত্তরা।
 

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর