ঢাকা, ১৫ জানুয়ারি বুধবার, ২০২৫ || ২ মাঘ ১৪৩১
good-food
১০১৬

ধর্ষণের অভিযোগে `সারেগামাপা` চ্যাম্পিয়ন সৌম্য গ্রেফতার

লাইফ টিভি 24

প্রকাশিত: ১১:১৩ ২৮ মে ২০১৯  

ধর্ষণের অভিযোগে গ্রেফতার ভারতের ২০১৫র জি বাংলার সা রে গা মা পা চ্যাম্পিয়ন সৌম্য চক্রবর্তী। রোববার রাতেই বাঁকুড়ার ছেলে সৌম্য চক্রবর্তীকে গ্রেফতার করে কাশীপুর থানার পুলিশ। সোমবার সৌম্যকে শিয়ালদহ আদালতে তোলা হলে তাকে পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত।

জানা গেছে, গায়ক সৌম্য চক্রবর্তীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। তার অভিযোগের ভিত্তিতেই পুলিস সৌম্যকে গ্রেফতার করে। প্রসঙ্গত ২০১৫র 'সারেগামাপা' চ্যাম্পিয়ন হয়েছিলেন সৌম্য। পাশাপাশি ইন্ডিয়ান আইডলের প্রতিযোগী ছিলেন তিনি। 
২০১৫তে সারেগামাপা-চ্যম্পিয়ন হওয়ার ঠিক পরেই প্রেমিকা তথা গায়িকা রূপসাকে বিয়ে করেন সৌম্য। সৌম্য ও রূপসা দুজনেই কলকাতাতেই থাকতেন। তাদের একটি দু'বছরের কন্যা সন্তানও রয়েছে। তবে কিছুদিন আগে সৌম্য ও রূপসার বিবাহ-বিচ্ছেদের একটি খবরও শোনা গিয়েছিল। যদিও আইনি পথে তাদের বিবাহ-বিচ্ছেদ হয়েছিল কিনা তা অবশ্য নিশ্চিত ভাবে জানা যায়নি।  সূত্র : জি নিউজ

সেলিব্রেটি বিভাগের পাঠকপ্রিয় খবর