ঢাকা, ১৭ জানুয়ারি শুক্রবার, ২০২৫ || ৩ মাঘ ১৪৩১
good-food
৩৭৭

ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করার কারণ জানালেন প্রধানমন্ত্রী

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:১৬ ১৩ অক্টোবর ২০২০  

ধর্ষণকারীদের পশুর সঙ্গে তুলনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের বিধান করেছে সরকার।

 

মঙ্গলবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের ভার্চুয়াল আয়োজনে তিনি এ কথা বলেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে তাতে যোগদান করেন শেখ হাসিনা। এর আয়োজন করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। 

 

প্রধানমন্ত্রী বলেন, যারা যখন ধর্ষণ করে, তারা পশু হয়ে যায়। এ কারণেই তাদের মধ্যে এরকম পাশবিকতা দেখা যায়। আর মেয়েরা ক্ষতিগ্রস্ত হয়। তাই আইন সংশোধন করে যাবজ্জীবনের সঙ্গে মৃত্যুদণ্ড দিয়ে মন্ত্রিসভায় সেটি পাস করে দিয়েছি।

 

তিনি বলেন, এখন যেহেতু সংসদ সেশন নেই, তাই এ নিয়ে অধ্যাদেশ জারি করেছি। এখন ধর্ষণ সংক্রান্ত যেকোন সমস্যা মোকাবেলা করা যাবে। এটা দূর করাই আমাদের লক্ষ্য।

 

সরকার প্রধান বলেন, এসিড সন্ত্রাসের মতো ধর্ষণ নামের পাশবিকতা নিয়ন্ত্রণে আইনটি সংশোধন করে ধর্ষকের মৃত্যুদণ্ডের বিধান সংযুক্ত করেছে সরকার।

 

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গতকাল (সোমবার) মন্ত্রিসভার বৈঠকে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে ‘মহিলা ও শিশু নির্যাতন দমন প্রতিরোধ (সংশোধন) অধ্যাদেশ -২০২০’র খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। এদিন এ বিষয়ে অধ্যাদেশ জারি করে আইনটি কার্যকর করেছেন রাষ্ট্রপতি।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর