ঢাকা, ২৫ নভেম্বর সোমবার, ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৩৬১

নকল হ্যান্ড স্যানিটাইজার চিনবেন যেভাবে

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:০৮ ২২ আগস্ট ২০২০  

প্রাণঘাতী করোনার সংক্রমণ প্রতিরোধে শ্বাসতন্ত্রীয় স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরী।  পাশাপাশি হাতের স্বাস্থ্যবিধি মেনে চলাও দরকার। শ্বাসতন্ত্রীয় স্বাস্থ্যবিধির অপরিহার্য অংশ মাস্ক। আর হাতের স্বাস্থ্যবিধির গুরুত্বপূর্ণ অংশ হ্যান্ড স্যানিটাইজার। 
যেখানে সাবান-পানির ব্যবস্থা নেই, সেখানে হাত ভাইরাসমুক্ত করতে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা হয়। কিন্তু এ মহামারিতে এটির কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। নকল প্রোডাক্টে বাজার সয়লাব।
কৃত্রিম হ্যান্ড স্যানিটাইজার সংক্রমণ প্রতিরোধ করে না। বরং ত্বকের মারাত্মক ক্ষতিসাধন করে। তবে এটি আসল না নকল তা চেনার কার্যকর উপায় রয়েছে। এজন্য হ্যান্ড স্যানিটাইজারের মান পরীক্ষা করার ৩টি ঘরোয়া পদ্ধতি রয়েছে। 
১. টিস্যু/টয়লেট পেপার টেস্ট
উপকরণ: টিস্যু বা টয়লেট পেপার, কয়েন বা বোতলের ক্যাপ ও বল পয়েন্ট কলম।
পদ্ধতি: এক টুকরা টিস্যু বা টয়লেট পেপার সমতল সারফেসের ওপর বিছান। সেটির ওপর কয়েন বা বোতলের ক্যাপ বসান। এবার বল পয়েন্ট কলম ব্যবহার করে বৃত্ত আঁকুন। বৃত্তের মাঝখানে কয়েক ফোঁটা হ্যান্ড স্যানিটাইজার ঢালুন। এটি বৃত্তের রেখা স্পর্শ না করা পর্যন্ত অপেক্ষা করুন। হ্যান্ড স্যানিটাইজারে পর্যাপ্ত অ্যালকোহল থাকলে বৃত্তের রেখা দ্রবীভূত হবে এবং কালি ছড়াতে থাকবে। 
২: হুইট ফ্লাওয়ার ডাফ টেস্ট
উপকরণ: ময়দা ও চামচ
পদ্ধতি: একটি প্লেটে এক টেবিল চামচ গমের ময়দা নিন। অন্যান্য ময়দাও নিতে পারেন। যে হ্যান্ড স্যানিটাইজারের মান পরীক্ষা করতে চান, সেখান থেকে এক চামচ নিয়ে ময়দার ওপর ঢালুন।  কাই তৈরি করতে ময়দা ও স্যানিটাইজারকে দলাইমলাই করুন। হ্যান্ড স্যানিটাইজারে সঠিক পরিমাণে অ্যালকোহল থাকলে ময়দা আঠালো হবে না বা কাই তৈরি হবে না। বরং হ্যান্ড স্যানিটাইজার শুকিয়ে যাবে ও ময়দা পাউডার হিসেবে রয়ে যাবে। 
৩: হেয়ার ড্রায়ার টেস্ট
উপকরণ: হেয়ার ড্রায়ার, চামচ, বাটি ও পানি।
পদ্ধতি: একটি ছোট বাটিতে এক টেবিল চামচ হ্যান্ড স্যানিটাইজার নিন। আরেকটি বাটিতে কিছু পানি। হেয়ারে ড্রায়ারে হ্যান্ড স্যানিটাইজারকে ৩০ সেকেন্ড শুকান। এর আগে হেয়ার ড্রায়ারকে গরম করে নিন। একইভাবে একই তাপমাত্রায় পানিও শুকান। স্যানিটাইজারে সঠিক পরিমাণে অ্যালকোহল থাকলে পানির তুলনায় বেশি শুকাবে। কিন্তু অতিরিক্ত পানি থাকলে উভয়ের মধ্যে তেমন পার্থক্য দেখা যাবে না।