ঢাকা, ২৫ নভেম্বর সোমবার, ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৫৪৪

নখের সৌন্দর্য বাড়ানো ছাড়া বহু কাজে লাগে নেলপলিশ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:২৩ ১৬ সেপ্টেম্বর ২০২০  

নখের সৌন্দর্য বৃদ্ধিতে বিভিন্ন রঙের নেলপলিশ ব্যবহার করেন নারীরা। পোশাকের সঙ্গে ম্যাচিং করে কিংবা নিজের পছন্দসই রঙ বেছে নেন তারা। কিন্তু আপনি কি জানেন, নেলপলিশ বিভিন্ন উপায়ে ব্যবহার করা যায়? আসুন এ নিয়ে কয়েকটি টিপস জেনে নেয়া যাক-

 

# কাপড় ঝোলানোর হ্যাঙ্গার খারাপ হয়ে গেলে ফেলে দেবেন না। বরং সেটির ওপর নেলপলিশ লাগাবেন। এতে হ্যাঙ্গারটি দেখতে সুন্দর লাগবে এবং পোশাকও নষ্ট হবে না। 

 

# মশা কামড়ালে শরীরের সেই জায়গায় ট্রান্সপারেন্ট নেলপলিশ লাগাতে পারেন। তাতে চুলকানি থেকে তাৎক্ষণিকভাবে মুক্তি পাওয়া যাবে। 

 

# অফিস বা কোথাও বেড়াতে যাওয়ার সময় কাছে পোশাকের সঙ্গে ম্যাচিং করা নেলপলিশ নাও থাকতে পারে। এক্ষেত্রে পোশাকের সঙ্গে ম্যাচিং করে নেলপলিশ নিন। পরে পোশাকের রঙ অনুযায়ী গহনায় পেন্ট করুন। 

 

# অনেক সময় টুল বক্সের স্ক্রু আলগা হয়ে যায়। এক্ষেত্রে স্ক্রুটি শক্ত করে আটকানোর পরে তাতে নেলপলিশ লাগান। এতে স্ক্রু সহজে ঢিলে হবে না। 

 

# আনেক সময় জামা বা শার্টের বোতাম ভেঙে যায়। সেটি ভাঙা আটকাতে বোতামে ট্রান্সপারেন্ট নেলপলিশ লাগান। ফলে বোতাম ভাঙবে না। তবে পোশাক ধোওয়ার পর পেন্ট উঠে যায়। তাই যখন জামাকাপড় পরবেন, তখন বোতামগুলোতে নেলপেন্ট করুন। 

 

# জুয়েলারি কালো হয়ে গেলে অথবা এটি পরার কারণে ত্বকে অ্যালার্জি হলে, ত্বকের সংস্পর্শে থাকা জুয়েলারির অংশে ট্রান্সপারেন্ট নেলপলিশ লাগান। এতে গহনাও সুরক্ষিত থাকবে এবং কালি পড়বে না। ত্বকেও কোনও ধরনের অ্যালার্জি হবে না।