ঢাকা, ২৪ নভেম্বর রোববার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
১৮১

নতুন নিয়মে টিকিট কালোবাজারি বন্ধ হবে: রেলমন্ত্রী

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:২৯ ১ মার্চ ২০২৩  

রেল সেবা নিতে এখন থেকে লাগবে জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ দিয়ে নিবন্ধন।  বুধবার কমলাপুর রেলওয়ে স্টেশনে টিকিট বিক্রির নতুন এ পদ্ধতি উদ্বোধন করেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

 

অনুষ্ঠানে আন্তঃনগর ট্রেনে টিকিটবিহীন যাত্রীদের টিকিট কাটার জন্য ভ্রাম্যমাণ পরীক্ষকদের হাতে পস মেশিন তুলে দেন মন্ত্রী। এসময় তিনি আশা প্রকাশ করে তিনি বলেন, নতুন নিয়মে টিকিট কালোবাজারি বন্ধ হবে।

 

নুরুল ইসলাম সুজন এ সময় বলেন, যাত্রীরা যাতে আরো বেশি সুযোগ-সুবিধা পেতে পারে এবং কোনো প্রকার কালোবাজারি ছাড়াই নিজের টিকিট নিজে কাটতে পারে সেটি করার জন্যই আমরা টিকেটে জাতীয় পরিচয়পত্র সংযোজন করেছি।

 

তিনি বলেন, এটিই শেষ নয়, যাত্রীসহ সকলের মতামত নিয়ে প্রয়োজনে আমরা আরো সংস্কার করব।  জাতীয় পরিচয়পত্র ছাড়া এবং রেজিস্ট্রেশন ছাড়া টিকিট ক্রয় করা যাবে না এবং কেউ ভ্রমণ করতে পারবে না। এখন শুধুমাত্র আন্তঃনগর ট্রেনে এ ব্যবস্থা চালু করা হচ্ছে, পর্যায়ক্রমে লোকাল ট্রেনে কার্যকর করা হবে।

 

মন্ত্রী বলেন, এখন থেকে অন্যের টিকিটে ভ্রমণ করলে বিনা টিকিটের যাত্রী হিসেবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এছাড়া টিটিইদের কাছে পস মেশিন সরবরাহ করা হচ্ছে। এর মাধ্যমে তারা বিনা টিকিটের যাত্রীদের কাছ থেকে টাকা সংগ্রহ করবে এবং এ টাকা সরাসরি সরকারি কোষাগারে জমা হবে। টিটিইদের বিরুদ্ধে এতদিন যে  অভিযোগ ছিল টাকা সরকারি খাতে জমা না দেওয়ার সেটাও বন্ধ হয়ে যাবে।

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর