ঢাকা, ৩০ ডিসেম্বর সোমবার, ২০২৪ || ১৬ পৌষ ১৪৩১
good-food
৩০৮

নতুন প্রার্থী সাকিব-ফেরদৌস, এবারও আছেন মাশরাফি-মমতাজ

লাইফ টিভি 24

প্রকাশিত: ০০:৩৭ ২৭ নভেম্বর ২০২৩  

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন কিনেছিলেন ক্রীড়া, নাট্য, চলচ্চিত্র এবং সংগীতাঙ্গনের এক ডজনেরও বেশি তারকা। সেখান থেকে যাচাইবাছাইয়ের পর পাঁচ তারকাকে দলের প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।

 

রোববার (২৬ নভেম্বর) দলীয় প্রার্থীদের নাম প্রকাশ করে আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন

 

আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। সাকিবকে মাগুরা-১ আসনে এবং ফেরদৌসকে ঢাকা-১০ আসনে প্রার্থী করছে ক্ষমতাসীন দলটি।

 

এবারও নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। আগের নির্বাচনের মতোই মানিকগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের হয়ে লড়বেন সংগীতশিল্পী মমতাজ বেগম।তারকাদের মধ্যে নৌকা প্রতীক পেয়েছেন সাবেক মন্ত্রী ও বরেণ্য অভিনেতা আসাদুজ্জামান নূর।