ঢাকা, ২১ নভেম্বর বৃহস্পতিবার, ২০২৪ || ৭ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৫৯৫

নতুন ভাড়ায় চলছে বাস-লঞ্চ, যাত্রীদের ক্ষোভ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:৫৫ ৮ নভেম্বর ২০২১  

যাত্রী ভাড়া বাড়ানোয় ধর্মঘট প্রত্যাহার করেছেন বাস- লঞ্চ মালিকরা। ফলে রোববার ( ৭ নভেম্বর) সন্ধ্যা থেকে রাজধানীতে বাস চলাচল শুরু করে। পাশাপাশি ঢাকা থেকে ছেড়ে গেছে দূরপাল্লার অনেক বাস। সোমবার (৮ অক্টোবর) সকাল থেকে পুরোদমে নতুন ভাড়ায় বাস ও লঞ্চ চলাচল শুরু হয়েছে।

 

এতে ক্ষোভ প্রকাশ করছেন যাত্রীরা। মোহাম্মদপুর থেকে কাওরান বাজার যাবেন রুমেল আহমেদ। আগের ভাড়া ছিল ২০ টাকা। এখন তাকে দিতে হয়েছে ৩০ টাকা। নতুন ভাড়ায় ১০ টাকা বেশি দিতে হয়েছে। এ নিয়ে বাসের কন্ডাক্টর-হেলপারের সঙ্গে বাকবিতণ্ডা হয় তার। ক্ষোভে সাফায়েত বলেন, চাকরিজীবী মানুষের বেতন বাড়ছে না। এ নিয়ে কেউ কথা বলে না। নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের দাম নাগালের বাইরে যাচ্ছে। এবার যানবাহনের ভাড়া বাড়ল।

 

কুড়িল বিশ্বরোড থেকে নাবিস্কো আসা গণমাধ্যমকর্মী মোরশেদ পারভেজকে ১৫ টাকার স্থানে ২৫ টাকা দিতে হয়েছে। তাকেও ১০ টাকা ভাড়া বেশি দিতে হয়েছে। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘আমাদের বেতন তো আগের মতোই আছে। তবে নতুন বাড়তি ভাড়ার টাকা আসবে কোত্থ থেকে? সীমিত আয়ের যারা, তাদের জন্য অসহনীয় পর্যায়ে পৌঁছেছে এ ভাড়া।’ 

 

সরেজমিনে দেখা গেছে, বেশিরভাগ বাসে সর্বনিম্ন ভাড়া ১৫ টাকা নেয়া হচ্ছে। অথচ গতকাল সন্ধ্যায় নতুন ভাড়া নিয়ে জারি হওয়া প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বাসের সর্বনিম্ন ভাড়া ৭ টাকার স্থলে ১০ টাকা এবং মিনিবাসে ৫ টাকার স্থলে ৮ টাকা নির্ধারণ করা হয়েছে। সরকারি নিয়ম না মেনে বাসের কন্ডাক্টর-হেলপাররা ইচ্ছেমতো ভাড়া আদায় করছেন। এ বিষয়ে রামপুর থেকে মোহাম্মদপুরগামী স্বাধীন পরিবহনের হেলপার বলেন, ‘সরকার ভাড়া বাড়িয়েছে। আমি কী করবো?’  

 

 

ভাড়া পুনর্নির্ধারণের পর রাত থেকে শুরু হয়েছে লঞ্চ চলাচল। রাজধানী সদরঘাটসহ বিভিন্ন ঘাট থেকে রাতেই বিভিন্ন গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায় লঞ্চগুলো। সকালে এসব লঞ্চ নির্দিষ্ট গন্তব্যে পৌঁছায়। লঞ্চের নতুন ভাড়াকেও অস্বাভাবিক বলে উল্লেখ করেছেন যাত্রীরা।

 

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দূরপাল্লার বর্তমান বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১ দশমিক ৪২ পয়সা। সেটা ১ টাকা ৮০ পয়সা করা হয়েছে। অর্থাৎ, কিলোমিটার যাত্রীকে বাড়তি ৩৮ পয়সা গুনতে হবে। এছাড়া বড় বাসে সর্বনিম্ন ভাড়া ১০ টাকা, মিনিবাসে ৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
 

এছাড়া মহানগরে বাসের বর্তমান ভাড়া কিলোমিটারে ১ টাকা ৭০ পয়সা। সেটা ২ টাকা ১৫ পয়সা করা হয়েছে। কিলোমিটারে ভাড়া বেড়েছে ৪৫ পয়সা। মহানগরে মিনিবাসের বর্তমান ভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৬০ পয়সা। সেটি বাড়িয়ে ২ টাকা ৫ পয়সা করা হয়েছে। কিলোমিটার প্রতি ৪৫ পয়সা ভাড়া বাড়ানো হয়েছে।

 

ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর পরিপ্রেক্ষিতে গত শুক্রবার দেশজুড়ে বাস-ট্রাক এবং শনিবার থেকে লঞ্চ ধর্মঘটের ডাক দেন গণপরিবহন মালিকরা। অবশেষে তাদের দাবির মুখে নতুন করে ভাড়া সমন্বয় করে সরকার। 
নতুন ঘোষণা অনুযায়ী বাসে ২৭ শতাংশ ও লঞ্চে ৩৫ শতাংশ ভাড়া বাড়ানো হয়েছে। তবে সিএনজিচালিত বাস ও মিনিবাসের ভাড়া বাড়ানো হয়নি।  তবে ডিজেলের দাম না কমালে পণ্যবাহী ট্রাক চলবে না।

জনদুর্ভোগ বিভাগের পাঠকপ্রিয় খবর