ঢাকা, ১৭ জানুয়ারি শুক্রবার, ২০২৫ || ৪ মাঘ ১৪৩১
good-food
৩৫২

নবীগঞ্জে রাতভর গৃহবধূকে গণধর্ষণ, গ্রেফতার ১

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:২৬ ৭ অক্টোবর ২০২০  

হবিগঞ্জের নবীগঞ্জে গৃহবধূকে গণধর্ষণ মামলার ২ নং আসামি সাইফুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার মিনহাজপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত সাইফুল আলমপুর গ্রামের সাদিক মিয়ার ছেলে এবং স্থানীয় সিএনজি চালক। মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) উত্তম কুমার দাশের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। রাতেই ওকে নবীগঞ্জ থানায় এনে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

 

মামলায় অভিযোগ করা হয়, গত রোববার সন্ধ্যায় সিএনজিযোগে শেরপুর থেকে নবীগঞ্জের মজলিসপুর যাচ্ছিলেন ওই গৃহবধূ। পথিমধ্যে তাকে হাত পা, মুখ বেঁধে বিভিন্নস্থানে নিয়ে রাতভর ধর্ষণ করে সিএনজি শ্রমিকরা। পরে আউশকান্দি ইউনিয়ন পরিষদের পরিত্যক্ত ভবনে এনে সংঘবদ্ধভাবে ওকে ধর্ষণ করে তারা। সকালে সেই নারীকে তার আত্মীয়ের বাড়িতে পৌঁছে দেয় দুর্বত্তরা।

 

খবর পেয়ে নবীগঞ্জ-বাহুবলের সার্কেল এএসপি পারভেজ আলম চৌধুরীর নেতৃত্বে পুলিশের দু’টি দল সেখানে গিয়ে ভিকটিমকে উদ্ধার করেন। এ ঘটনায় মঙ্গলবার ভোরে নবীগঞ্জ থানায় ৩ জনকে আসামি করে মামলা করেন তিনি।

 

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুর রহমান জানান, মামলার ২য় আসামি সাইফুলকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর