ঢাকা, ১৫ জানুয়ারি বুধবার, ২০২৫ || ২ মাঘ ১৪৩১
good-food
১৮২৫

নামাজের ফরয-ওয়াজিব

লাইফ টিভি 24

প্রকাশিত: ১০:৫১ ৯ ফেব্রুয়ারি ২০২১  

ঈমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নামাজ। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর পক্ষ থেকে বার বার নামাজের তাগিদ পেয়েছেন।

কুরআনে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় সরাসরি ৮২ বার সালাত শব্দ উল্লেখ করে নামাজের গুরুত্ব তুলে ধরেছেন।

নামাজ আদায় করার সময় কিছু নিয়মকানুন অবশ্যই পালন করতে হয়। জেনে নিন নামাজের ফরয ও ওয়াজিবগুলো। 

 

নামাজের ফরয ১৩ টি

৭ টি নামাজের বাহিরে : 

শরীর পাক

কাপড় পাক

নামাজের জায়গা পাক

সতর ডাকা

কেবলামুখী হওয়া

নামাজের ওয়াক্ত চেনা

নিয়্যাত করা

৬ টি নামাজের ভিতরে : 

তাকবীরে তাহরিমা বা আল্লাহু আকবার বলা

দাঁড়াইয়া নামাজ পড়া

কেরাত পড়া

রুকু করা

সেজদা করা

শেষ বৈঠক

 

নামাজের ওয়াজিব ১৪টি

সুরা ফাতিহা পড়া

সুরা ফাতেহার সঙ্গে সুরা মিলানো

রুকু ও সেজদায় দেরী করা

রুকু হইতে সোজা হইয়া দাঁড়ানো

দুই সেজদার মাঝখানে সোজা হইয়া বসা

দরমিয়ানী বৈঠক

দুই বৈঠকে আত্ত্যাহিয়াতু পড়া

ঈমামের জন্য কেরাত আস্তের জায়গায় আস্তে পড়া এবং জোড়ের জায়গায় জোড়ে পড়া

বিতিরের নামাজে দোয়া কুনুত পড়া

দুই ঈদের নামাজে ছয় তকবীর বলা 

ফরজ নামাজের প্রথম দুই রাকাত কেরাতের জন্য নির্ধারিত করা 

প্রত্যেক রাকাতের ফরজ গুলির তরতীব ঠিক রাখা 

প্রত্যেক রাকাতের ওয়াজিব গুলির তরতীব ঠিক রাখা 

আস্আলামু আ'লাইকুম ও'রাহ...বলিয়া নামাজ শেষ করা

ধর্ম বিভাগের পাঠকপ্রিয় খবর