ঢাকা, ১৮ জানুয়ারি শনিবার, ২০২৫ || ৫ মাঘ ১৪৩১
good-food
৫৪৪

নাসিমকে ব্যঙ্গ করে গ্রেফতার হলেন বিশ্ববিদালয় শিক্ষিকা মুনিরা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:২১ ১৪ জুন ২০২০  

বাংলাদেশের সাবেক স্বাস্থ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রয়াত নেতা মোহাম্মদ নাসিমকে কটূক্তি করায় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক শিক্ষিকাকে গ্রেফতার করেছে পুলিশ। মূলত নাসিমকে ব্যঙ্গ করে ফেসবুকে পোস্ট দেয়ার অভিযোগে করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। 

তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, শনিবার রাতে অভিযুক্ত শিক্ষিকাকে গ্রেফতার করা হয়েছে। রোববার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

তিনি বলেন, মোহাম্মদ নাসিমের মৃত্যু সংবাদ প্রকাশিত হওয়ার পর তাকে ব্যঙ্গ করে ফেসবুকে পোস্ট দেন বেরোবি বাংলা বিভাগের শিক্ষিকা সিরাজাম মুনিরা । উনি লিখেছিলেন 'অবশেষে দেশ নাসিম্যা মুক্ত হলো।'

রবিউল ইসলাম বলেন, এ পোস্ট সামাজিক মাধ্যমে আলোচনার সৃষ্টি করে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ওই শিক্ষিকার বিরুদ্ধে মামলা করে। ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে তাকে গ্রেফতার করা হয়।

মামালার বাদী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হেনা মোস্তফা কামাল। তিনি জানান, সম্মানিত একজন রাজনীতিবিদ এবং মারা যাওয়া মুক্তিযোদ্ধার সম্মানহানি করার চেষ্টা করায় সিরাজাম মুনিরার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

তিনি বলেন, এরই মধ্যে সেই শিক্ষিকাকে শোকজ নোটিশ এবং সরকারি চাকরি আইন-২০১৮ মোতাবেক নোটিশ দেয়া হয়েছে।

বিভাগীয় ব্যবস্থা নেয়ার পরও বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকার বিরুদ্ধে কেন আনুষ্ঠানিকভাবে মামলা করা হলো? জবাবে মোস্তফা কামাল জানান, ঘটনাটি উচ্চপর্যায়ে আলোচনা তৈরি করায় পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে বেরোবি কর্তৃপক্ষ।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর