ঢাকা, ১২ ডিসেম্বর বৃহস্পতিবার, ২০২৪ || ২৮ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
১৭৫

নিউজিল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টিতে প্রথম জয় পেলো বাংলাদেশ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:১৫ ২৭ ডিসেম্বর ২০২৩  

টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৪ রান তুলে নিউজিল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৪৮ রান জিমি নিশামের ব্যাট থেকে এসেছে। বাংলাদেশের হয়ে ২৬ রানে ৩ উইকেট শিকার করেন শরিফুল ইসলাম। জবাবে খেলতে নেমে ১৮ ওভার ৪ বলে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

 

১৯তম ওভারে এক ছক্কা ও চার মেরে নেপিয়ারে রোমাঞ্চকর জয় এনে দিয়েছেন মেহেদী হাসান। শেষ দিকে লিটন-মেহেদী দৃঢ়তায় ৮ বল বাকি থাকতেই কিউইদের বিপক্ষে ম্যাচ জিতে নেয় টাইগাররা। এই প্রথম নিউজিল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি ম্যাচ জিতল বাংলাদেশ।

 

নিয়মিত বিরতিতে উইকেট পড়ছিল তাতে মনে হয়েছিল কিউইদের ১৩৪ রানের মামুলি সংগ্রহই শান্তদের জন্য বিশাল চ্যালেঞ্জের। লিটন দাশ ও মেহেদী হাসানের শেষ মুহূর্তের রোমাঞ্চে ৫ উইকেটের অসাধারণ জয় পায় বাংলাদেশ।

 

নিউজিল্যান্ডের মাটিতে এর আগে একটিমাত্র টেস্ট জিতেছিলো বাংলাদেশ। ওয়ানডে কিংবা টি-টোয়েন্টিতে জয় ছিল না। নেপিয়ারে আগের ম্যাচেই ওয়ানডে ইতিহাসে কিউইদের বিপক্ষে তাদেরই মাটিতে প্রথম জয়ের স্বাদ নিতে পেরেছিলো নাজমুল হোসেন শান্তর দল। এবার টি-টোয়েন্টিতেও সেই অপেক্ষার অবসান হলো।

 

বাংলাদেশের পক্ষে সবচেয়ে সফলতা দেখিয়েছেন লিটন দাশ। শুরু থেকে শেষ পর্যন্ত খেলে অনবদ্য ৪২ রান সংগ্রহ করেছেন তিনি। দুটি চার ও একটি ছক্কা মেরেছেন। শেষ ওভারে এক চার ও এক ছক্কা মারা বোলার মেহেদী হাসান করেছেন ১৯ রান। এর আগে বল করে দুই উইকেট পেয়েছেন তিনি। শান্ত ১৯, সৌম্য ২২ ও তাওহিদ হৃদয় ১৯ রান ও রনি করেছেন ১০ রান। বাকি কেউ দুই অংক স্পর্ষ করতে পারেননি।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর