ঢাকা, ২৯ নভেম্বর শুক্রবার, ২০২৪ || ১৫ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৩৩৯

নিজেকে বিজয়ী ঘোষণা করলেন ট্রাম্প

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৪০ ৪ নভেম্বর ২০২০  

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন-২০২০ এ নিজেকে বিজয়ী ঘোষণা করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এখন পর্যন্ত পাওয়া ফলাফলে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন এগিয়ে থাকলেও তিনটি গুরুত্বপূর্ণ ব্যাটলগ্রাউন্ডে জয় পাওয়ায় এই ঘোষণা দিলেন তিনি।

নেপথ্যে আরও কারণ আছে। বাকি ব্যাটলগ্রাউন্ডেও জয় পেতে পারেন ট্রাম্প। কারণ উইসকনসিন, মিশিগান, পেনসেলভেনিয়া, নর্থ ক্যারোলিনা, নেভাদা, অ্যারিজোনা ও জর্জিয়ায় ভোটে এগিয়ে আছে তিনি। সেগুলোর চারটিতে জিতলেও তাকে ঠেকিয়ে রাখা যাবে না। এছাড়া ডাকযোগে আসা ভোট গণনাও বাকি আছে।

গুরুত্বপূর্ণ সুইং স্টেট ফ্লোরিডা, টেক্সাস এবং ওহিওতে জয়ের পর এই ভাষণ দেন ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজে এ তথ্য জানিয়েছে। ভাষণে তিনি বলেন, জেতার ব্যাপারে নিশ্চিত, বলতে গেলে জিতেই গেছি, বড় উদযাপনের জন্য আমরা প্রস্তুত'।

তা সত্ত্বেও ভোটে ‘কারচুপি চেষ্টার’ গন্ধ পেয়েছেন ট্রাম্প। তিনি বলেন, আমাদের দেশের জন্য এটা বিব্রতকর। প্রত্যেক নাগরিকের জন্য এটা লজ্জাকর। এমনকি নির্বাচন নিয়ে জালিয়াতি হলে সর্বোচ্চ আদালতে যাওয়ার হুশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তাকে ভোট দেওয়ায় আমেরিকান জনগণকে ধন্যবাদ জানান তিনি। বলেন, এখন ভোট গণনা বন্ধ না হলে প্রয়োজনে সুপ্রিম কোর্টেও যাবেন তিনি।

নিউইয়র্ক টাইমসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বাইডেন ২২৭ ইলেকটোরাল ভোট জিতে এগিয়ে আছেন। অন্যদিকে ট্রাম্প জিতেছেন ২১৩ ইলেকটোরাল ভোট। ফলে ব্যবধান কমে এসেছে মাত্র ১২টি। অথচ একসময় ব্যবধান ছিল প্রায় ১০০।

বিবিসি জানিয়েছে, হোয়াইট হাউসে বসে নির্বাচনের ফলাফল দেখছেন ট্রাম্প। তার নির্বাচনী প্রচারের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ১০০ কর্মকর্তাসহ অন্যরা সেখানে আছেন। স্থানীয় সময় মঙ্গলবার রাতে হোয়াইট হাউসের ইস্ট রুম থেকে জাতির উদ্দেশে ভাষণ দেয়ার কথা রয়েছে ট্রাম্পের।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর