ঢাকা, ২২ নভেম্বর শুক্রবার, ২০২৪ || ৮ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৯৪১

নিজেদের কারণেই বিএনপির বিপর্যয়: তথ্যমন্ত্রী

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:৫১ ২০ জানুয়ারি ২০১৯  

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, নিজেদের কারণেই বিএনপির রাজনৈতিক বিপর্যয় ঘটেছে। গত ১০ বছরে বিএনপি জনগণের জন্য রাজনীতি করেনি। তারা নিজেদের ইস্যু নিয়ে ব্যস্ত ছিল।
রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন,  তারা এই কয়েক বছরে খালেদা জিয়ার মুক্তি, দণ্ডিত আসামি তারেক রহমানকে দেশে ফেরানো, নিরপেক্ষ সরকার এসব ইস্যু নিয়ে রাজপথে সক্রিয় ছিল। এগুলো জনকল্যাণভিত্তিক বা জনগণের বিষয় নয়।’

তথ্যমন্ত্রী বলেন, যে দলটি নিজেদের স্বার্থে রাজনীতি করেছে, তারা জনগণের ভালোবাসা পেতে পারে না। তারা এসব স্বার্থসিদ্ধির জন্য পেট্রোলবোমা হামলাসহ আগুন দিয়ে মানুষ পুড়িয়েছে। জনগণের প্রতিপক্ষ হিসেবে নিজেদের দাঁড় করিয়েছে।
হাছান মাহমুদ বলেন, সাংবাদিকদের পেশাগত প্রসার ও দক্ষতা বাড়াতে কাজ করে যাবো। ডিজিটাইল আইন নিয়ে সাংবাদিকদের যেসব উদ্বিগ্নতার জায়গা রয়েছে সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখা হবে।
মন্ত্রী বলেন, অনলাইন নীতিমালা বাস্তবায়নের কাজ চলছে। 

তিনি সাংবাদিকদের আবাসন নিশ্চিত করার কথা উল্লেখ করেন।

বলেন, রাষ্ট্রীয় গণমাধ্যমের বিস্তৃতি ও বিকাশ এবং অধিকতর কার্যকরের জন্য কাজ করবেন।
এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সাংবাদিক সাগর-রুনি হত্যার অগ্রগতি এবং তাদের বিচারের জন্য সংশ্লিষ্ট যারা কাজ করছেন তাদের সঙ্গে আলোচনা করা হবে।
এসময় ডিআরইউ  সভাপতি ইলিয়াস হোসেন, সাধারন সম্পাদক কবির আহমেদ উপস্থিত ছিলেন।

 

মিডিয়া বিভাগের পাঠকপ্রিয় খবর