ঢাকা, ২৮ জানুয়ারি মঙ্গলবার, ২০২৫ || ১৫ মাঘ ১৪৩১
good-food
১২২৩

নিজের কাজে অন্যকে নাক গলাতে দেবেন না

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:০৫ ১৬ জানুয়ারি ২০২০  

জন্ম তারিখ দেখে মিলিয়ে নিন আজকের রাশিচক্রে কী আছে আপনার ভাগ্যে। আজ যারা জন্মগ্রহণ করেছেন রাশিচক্রে আপনি মকর রাশির জাতক কিংবা জাতিকা। জেনে নিন আজকে আপনার রাশিতে কি আছে-

মেষ : ২১ মার্চ-২০ এপ্রিল

বেকার ও বিদেশগামীদের জন্য দিনটি আজ শুভ হবে। কাউকে আজ দূরের যাত্রায় সঙ্গী নেয়ার আগে ভাবুন। দিনের শুরুতেই জরুরি কাজ সেরে নিন।

বৃষ : ২১ এপ্রিল-২০ মে

ব্যবসায়িক কাজে আজ নতুন কোনো পরিকল্পনা নিতে পারেন। যানবাহন ও যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকুন। প্রেম ও বিয়ের আলোচনা শুভ।

মিথুন : ২১ মে-২০ জুন

অধীনস্থদের সঙ্গে আজ আলোচনায় সতর্ক থাকুন। প্রতিবেশী কারও কাছ থেকে সাহায্য নিতে পারেন। যাত্রা শুভ। প্রেম ও রোমান্স শুভ।

কর্কট : ২১ জুন-২১ জুলাই

অন্যের দ্বারা ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। কোনো ব্যাপারেই অস্থিরতা প্রকাশ করা ঠিক হবে না। দূরের যাত্রা শুভ। বিয়ের আলোচনা শুভ।

সিংহ : ২২ জুলাই-২১ আগস্ট

কাউকে আজ ব্যবসায়িক কাজে নাক গলাতে দেয়া ঠিক হবে না। প্রিয়জনের আচরণ সম্পর্কে সতর্ক থাকুন। দূরের যাত্রায় সতর্ক থাকুন।

কন্যা : ২২ আগস্ট-২১ সেপ্টেম্বর

অধীনস্থদের ব্যাপারে আজ যথাসম্ভব সতর্ক থাকুন। কোনো কারণে ব্যয় বৃদ্ধি পাবে। নিজের কাজ নিজে করুন। দূরের যাত্রায় সতর্ক থাকুন।

তুলা : ২২ সেপ্টেম্বর-২২ অক্টোবর

প্রভাবশালীদের মন রক্ষা করে চলার চেষ্টা করুন। কোনো কারণে ঝামেলা দেখা দিতে পারে। দূরের যাত্রায় সাবধান থাকুন। প্রেম ও রোমান্স শুভ।

বৃশ্চিক : ২৩ অক্টোবর-২১ নভেম্বর

কোনো ব্যাপারেই আজ দূরের কাউকে কোনো ধরনের প্রতিশ্রুতি দেয়া ঠিক হবে না। পারিবারিক কাজে আজ মনোযোগী হোন। যাত্রা শুভ।

ধনু : ২২ নভেম্বর-২০ ডিসেম্বর

দাফতরিক কাজে মনোযোগী হোন। দূরের কোনো আবেগপ্রবণ খবর পাবেন। প্রাপ্তি যোগ শুভ। প্রেম বিষয়ে কৌশলী হোন। যাত্রা শুভ।

মকর : ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি

নিজের কাজে অন্যকে আজ নাক গলাতে দেবেন না। পারিবারিক কাজে প্রিয়জনকে সহায়তা করুন। মানসিক অস্থিরতা নিরসনে বিনোদনমূলক কাজে যোগ দিতে পারেন।

কুম্ভ : ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি

প্রিয়জনের কল্যাণে আজ নিঃস্বার্থভাবে কাজ করলে উপকৃত হবেন। আর্থিক ব্যাপারে অন্যের ওপর একেবারেই নির্ভর করবেন না। বিশ্রাম শুভ।

মীন : ১৯ ফেব্রুয়ারি -২০ মার্চ

কর্মস্থলে প্রিয়জনের সঙ্গে আবেগ প্রবণতা পরিহার করুন। দূরের যাত্রায় আজ ঘুমানোর আগে মালপত্র সাবধানে রাখুন।

ভাগ্য মেলান বিভাগের পাঠকপ্রিয় খবর