ঢাকা, ০৪ এপ্রিল শুক্রবার, ২০২৫ || ২১ চৈত্র ১৪৩১
good-food
৩৫৮

নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে, এটাই বড় বিষয়

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:৫৮ ২ ফেব্রুয়ারি ২০২০  

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, দুই সিটি করপোরেশন নির্বাচনের দিন ভোটের গোপন কক্ষে কোনো স্থানে কারও কারও উঁকি দেওয়ার বিষয়টি গণমাধ্যমে এসেছে। তবে যেখান শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে, সেখানে উঁকি দেওয়াটা বড় বিষয় নয়। কোনো ধরনের কেন্দ্র দখল বা হাঙ্গামা ঘটেনি, এটা বড় বিষয়।

রবিবার সচিবালয়ে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি একথা বলেন।

হাছান মাহমুদ বলেন, কয়েকটি কাগজে লিখেছে যে গোপন কক্ষে উঁকি দেওয়া হয়েছে। এতবড় একটি নির্বাচন, প্রায় আড়াই হাজার ভোটকেন্দ্র, ১৩ হাজারের বেশি বুথ। এখানে কয়েকটি গোপন কক্ষে কে উঁকি দিয়েছে এটি বড় বিষয়, এতবড় একটি কর্মযজ্ঞ এত ভোটার, কোনো গণ্ডগোল হয়নি, কেন্দ্র দখলের ঘটনা ঘটেনি, এটি মূল বিষয়?

তথ্যমন্ত্রী বলেন,  অতীতের যদি তাকাই সেই হিসেবে উঁকি দেওয়া বড় বিষয় নয়, কেউ কেউ এই উঁকি দেওয়াকে বড় বিষয় হিসেবে দেখানোর অপচেষ্টা চালাচ্ছেন, যা অনভিপ্রেত ও দুঃখজনক। আমি মনে করি সমস্ত বিচারে ঢাকা শহরের ইতিহাসে অত্যন্ত ভালো নির্বাচন হয়েছে। এজন্য সবাই প্রশংসার দাবি রাখে।