ঢাকা, ১৯ জানুয়ারি রোববার, ২০২৫ || ৬ মাঘ ১৪৩১
good-food
৯৪৮

নিষিদ্ধ জামায়াতের বিচারে আইন সংশোধনের উদ্যোগ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:১১ ৯ জানুয়ারি ২০১৯  

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে দল হিসেবে নিশিদ্ধ আছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। জামায়াতের বিচারের লক্ষ্যে আবারো আইন সংশোধনের উদ্যোগ হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

আনিসুল হক বলেন, জামায়াতে ইসলামীর বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আবার উদ্যোগ নিচ্ছে আইন মন্ত্রণালয়। আইন সংশোধনের মাধ্যমে তাদের বিচার হবে বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলে,  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা দেওয়ার পর এই আইনের খসড়াটি আবার মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে, যাতে এটি মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়।

বুধবার দুপুরের দিকে মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়ের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক এসব কথা জানান।

এসময় আনিসুল হক বলেন, 'রাজনৈতিক দল হিসেবে জামায়াতের বিচার হও্যা দরকার। ব্যক্তিক শাস্তি পেলেও দল হিসেবে তাদের শাস্তি হয়নি। তাই এই আইনটি সংশোধনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধন তৈরি করে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছিলাম। মন্ত্রিপরিষদ বিভাগ লেজিসলেটিভ ভাষা আবারও সংশোধন করার জন্য বলেছে, আইনটি আমাদের কাছে আছে। আমরা চেষ্টা করব, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা নিয়ে আবারও আইনটি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়ে দেব, যাতে এটা মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়।'

আইনমন্ত্রী আনিসুল হক দল হিসেবে জামায়েতকে শাস্তির কথা উল্লেখ করে বলেন, ১৯৭৩ সালে যে আইন করা হয়েছিল সেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যারা মানবতাবিরোধী ব্যক্তি তাদের বিচার করার জন্য। তখন সেই আইনটাতে দল হিসেবে জামায়াতের বিচার করার জন্য করা হয়নি। তবে ১৯৭২ সালে যখন সংবিধান প্রণয়ন করা হয় তখন জামায়াতকে 'ব্যান্ড' (বাতিল) করা হয়েছিল। সে কারণে দাবি উঠেছিল।

অন্যদিকে বঙ্গবন্ধু হত্যা ও জাতীয় চারনেতার জেলহত্যার নেপথ্যের ষড়যন্ত্রকারীদের শনাক্ত করতে কমিশন গঠন করা হবে বলেও জানান আইনমন্ত্রী।