ঢাকা, ২৯ নভেম্বর শুক্রবার, ২০২৪ || ১৫ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৪২১

নিঃসঙ্গ হয়ে পড়ছেন ট্রাম্প

লাইফ টিভি 24

প্রকাশিত: ০০:৪৯ ৮ নভেম্বর ২০২০  

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জর্জিয়ার পর পেনসেলভেনিয়াতেও লিড নিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। ক্রমশই রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের পরাজয় ঘণীভূত হচ্ছে। সেই আভাস পেয়ে তার সঙ্গ ছাড়তে শুরু করেছেন হোয়াইট হাউসের জ্যেষ্ঠ কর্মকর্তারা। এমনকি ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবিরের কর্মকর্তারাও মুখ ফিরিয়ে নিচ্ছেন।

হোয়াইট হাউস সূত্রের বরাত দিয়ে শুক্রবার সিএনএন এই তথ্য দিয়েছে। মার্কিন সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, জর্জিয়া ও পেনসেলভেনিয়ায় ৯৫ শতাংশের বেশি ভোট গণনা সম্পন্ন হয়েছে। ফলাফলের যে অবস্থা, তাতে এই দুই অঙ্গরাজ্যে পুনরায় ট্রাম্পের নির্বাচিত হওয়ার সম্ভাবনা ক্ষীণ। এই অবস্থায় হোয়াইট হাউসের বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা এবং প্রচার শিবিরের কিছু কর্মকর্তা তার কাছ থেকে দূরে সরে গেছেন।

ট্রাম্পের একজন উপদেষ্টা মনে করেন, আবার নির্বাচিত হওয়ার দৌড়ে বাইডেনের চেয়ে যোজন যোজন পিছিয়ে পড়েছেন বর্তমান প্রেসিডেন্ট। তার আর আশাবাদী হওয়ার মতো কিছু নেই। তিনি বলেন, বৃহস্পতিবার হোয়াইট হাউসে জাতির উদ্দেশে ভাষণ দেন ট্রাম্প। এর মধ্যে তার অনেক তথ্যই ছিল ভুল ও মিথ্যা। 

এরপর হোয়াইট হাউসের অনেক কর্মকর্তা নিজেদের বিভাগীয় প্রধানদের কাছে ট্রাম্পের পরবর্তী করণীয় নিয়ে উদ্বেগের কথা জানান। তো এমন নাজুক পরিস্থিতিতে তার কি করা উচিত? জবাবে ওই উপদেষ্টা বলেন, ঈশ্বরই তা ভালো জানেন।

এদিকে ট্রাম্পের প্রচার শিবিরের পরামর্শক ম্যাট মরগান বলেন, নির্বাচন এখনো শেষ হয়নি। চার অঙ্গরাজ্যের ফলের ভিত্তিতে বাইডেনের জয়ের ইঙ্গিত দিচ্ছে মিডিয়া। সেটা মূলত ভুয়া। বাস্তবতা থেকে তা অনেক দূরে।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর