ঢাকা, ২৪ নভেম্বর রোববার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৯৫৬

নুসরাত হত্যা: সোনাগাজীর সেই আওয়ামী লীগ নেতা আটক

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৪৭ ১৯ এপ্রিল ২০১৯  

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় সম্পৃক্ততা থাকার অভিযোগে সোনাগাজী উপজেলা আওয়ামী লীগ সভাপতি রুহুল আমিনকে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

শুক্রবার বিকালে সোনাগাজী থেকে রুহুল আমিনকে আটক করা হয়েছে।  তিনি সদ্য ভেঙে দেয়া সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসা পরিচালনা কমিটির সহসভাপতি ছিলেন।

নুসরাত হত্যা মামলায় ১৬৪ ধারা জবানবন্দী দেয়া আসামিরা এই হত্যাকাণ্ডের সঙ্গে রুহুল আমিনের সম্পৃক্ততার কথা জানিয়েছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই পরিদর্শক শাহ আলমকে এই ব্যাপারে জানার জন্য একাধিকবার ফোন করা হলে কোনো সাড়া পাওয়া যায়নি।

Manob Bondhon

গেল ৬ এপ্রিল সকাল ৯টার দিকে পরীক্ষা দিতে মাদ্রাসাকেন্দ্রে যায় ওই ছাত্রী। এরপর কৌশলে তাকে পাশের ভবনের ছাদে ডেকে নেয়া হয়। সেখানে বোরকা পরা কয়েকজন ওই ছাত্রীর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়।

পরে ওই ছাত্রীকে উদ্ধার করে তার স্বজনরা প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসকরা তাকে ফেনী সদর হাসপাতালে পাঠান। সেখান প্রাথমিক চিকিৎসা দেয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। এখানে চিকিৎসাধীণ অবস্থায় ১০ এপ্রিল তিনি মারা যান।

জনদুর্ভোগ বিভাগের পাঠকপ্রিয় খবর