ঢাকা, ১৩ নভেম্বর বুধবার, ২০২৪ || ২৯ কার্তিক ১৪৩১
good-food
৩২

নেইমার ২ বছরে মাঠের বাইরে ৫২৬ দিন

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:৪৫ ৮ নভেম্বর ২০২৪  

ইনজুরি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার জুনিয়রের ক্যারিয়ারে নিত্য সঙ্গী। ফলে তাকে তুলনামূলক বেশি সময় কাটাতে হয়েছে মাঠের বাইরেই। তেমনই এক পরিসংখ্যান সামনে এসেছে নতুন করে চোটে পড়ার পর। এক বছরের ইনজুরি কাটিয়ে অক্টোবরের শেষদিকে মাঠে ফিরেছিলেন আল-হিলালের এই ব্রাজিলিয়ান তারকা। তবে আবারও তিনি চার সপ্তাহের জন্য ছিটকে গেছেন। গত দুই বছরে সবমিলিয়ে তিনি খেলেছেন মাত্র ২০ ম্যাচ।

 

৩২ বছর বয়সী এই ফরোয়ার্ড নতুন করে চোট পেয়েছেন গত ৪ নভেম্বর। অক্টোবরে মাঠে ফেরার পর তিনি এএফসি চ্যাম্পিয়নস লিগের দুটি ম্যাচে নামেন বদলি হিসেবে। কিন্তু প্রত্যাবর্তনের পর দ্বিতীয় ম্যাচেই নেইমারকে হ্যামস্ট্রিং চোট নিয়ে মাঠ ছাড়তে হয়েছে। যা থেকে সেরে উঠতে ৪ থেকে ৬ সপ্তাহ লাগতে পারে বলে জানিয়েছে আল-হিলাল। এরপর গুঞ্জন উঠেছে ইনজুরি-কবলিত এই তারকাকে জানুয়ারিতে ক্লাবটি বেচে দিতে পারে!

 

২০২২ কাতার বিশ্বকাপে ব্রাজিল আশানুরূপ পারফর্ম করতে পারেনি, বিদায় নিয়েছে কোয়ার্টার ফাইনাল থেকে। নেইমারও এরপর দুই বছরে ইনজুরিতে কাটিয়েছেন ৫২৬ দিন। ফলে গত দুই বছরে তিনি সবমিলিয়ে কেবল ২০টি ম্যাচ খেলেছেন। এর মধ্যে পিএসজির হয়ে ৯, ব্রাজিল জাতীয় দলে ৪ এবং আল-হিলালের জার্সিতে ৭টি ম্যাচে মাঠে নামেন নেইমার। এই সময়ে নেইমার চোটে পড়েছেন ৪ বার। গত বছরের অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ে চোটে পড়ার পর তাকে এক বছরেরও বেশি সময় মাঠের বাইরে কাটাতে হয়েছে।

 

ইনজুরিগ্রস্ত সময়টিতে নেইমার স্বাভাবিকভাবেই হারিয়েছেন অনেক ম্যাচ। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে তিনি মোট ৯৪টি ম্যাচ খেলতে পারেননি। এর মধ্যে ৭৭টি ম্যাচই ছিল ক্লাবের (আল-হিলালে ৬২ ও পিএসজিতে ১৫)। এ ছাড়া ব্রাজিল জাতীয় দল ১৭টি ম্যাচে পায়নি প্রধান এই তারকাকে। এমন পরিস্থিতিতে তার ফুটবলের ভবিষ্যত নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। ফলে ক্লাব চুক্তি সম্পন্নের আগেই তাকে ছেড়ে দিলে অবাক হওয়ার থাকবে না!

 

নেইমার পুরোদমে ফিট হয়ে ফের মাঠে ফিরতে ছয় সপ্তাহের মতো সময় লাগবে। অর্থাৎ চলতি বছরে তাকে মাঠে দেখার সম্ভাবনা খুবই কম। ৭ ডিসেম্বর আল-হিলালের ম্যাচ রয়েছে আল-রায়েদের বিপক্ষে। এরপর জানুয়ারির ৮ তারিখ ক্লাবটির প্রথম ম্যাচ আল-ওরোবাহ’র বিপক্ষে। কিন্তু সেসব ম্যাচেও তিনি খেলতে পারেন কি না সেই অনিশ্চয়তা তৈরি হয়েছে। ব্রাজিলও চলতি মাসের দুটি বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের দলে রাখেনি। পুরোদমে নেইমারের ছন্দ ফেরার অপেক্ষার কথা জানিয়েছে সেলেসাওরা। ফলে ২০২৫ সালের মার্চের আগে হলুদ জার্সি গায়ে জড়ানোর সুযোগ নেই তার।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর