ঢাকা, ২৫ নভেম্বর সোমবার, ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৪৪৪

নেতানিয়াহু যুগের অবসান

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:৩০ ১৪ জুন ২০২১  

অবশেষে পার্লামেন্ট সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ইসরায়েলে নতুন সরকার গঠিত হয়েছে।  এর মাধ্যমে  বেঞ্জামিন নেতানিয়াহু যুগের অবসান ঘটল। ১২ বছর পর ইসরায়েল পেল নতুন প্রধানমন্ত্রী।

 

রোববার  নতুন সরকার গঠনের অনুমোদন দিয়েছে ইসরায়েলের পার্লামেন্ট। ইতোমধ্যে জোট সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন কট্টর ডানপন্থী ইয়ামিনা পার্টির নেতা নাফতালি বেনেট। তিনি ২০২৩ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।

 

বিরোধী দলগুলোর জোট গঠনে ঐক্যমতের পর এই সরকার গঠিত হয়েছে।ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে ১২০ আসন রয়েছে। এর মধ্যে নেতানিয়াহুর পক্ষে  ৫৯ ভোট পড়ে। নতুন জোট সরকার গড়ার পক্ষে ভোট পড়ে ৬০টি ভোট।

 

এর মাধ্যমে ইহুদি  রাষ্ট্রটিতে রাজনৈতিক অচলাবস্থার অবসান হলো। কট্টরপন্থি জাতীয়তাবাদী নেতা নাফতালি বেনেট ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন।


নেতানিয়াহু বলেছেন, পার্লামেন্টে তিনি বিরোধী দলীয় নেতা হিসেবে দায়িত্বপালন করবেন। একইসঙ্গে সম্ভাব্য নতুন জোট সরকারকে ‘বিপজ্জনক’ বলে আখ্যা দিয়েছেন। তবে ক্ষমতা চলে যাবার কারনে এবার নেতানিয়াহুকে বিচারের সম্মুখীন হতে হবে।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর