ঢাকা, ১৬ জানুয়ারি বৃহস্পতিবার, ২০২৫ || ৩ মাঘ ১৪৩১
good-food
৩৬২

পদ্মা সেতু উদ্বোধনে বিএনপি নেতাদের আমন্ত্রণ জানানো হবে

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:১৮ ২৪ মে ২০২২  

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, উদ্বোধনের সময় দেশি-বিদেশি অতিথিদের পাশাপাশি বিএনপি নেতাদেরও আমন্ত্রণ জানানো হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৫ জুন (শনিবার) পদ্মা সেতু উদ্বোধন করবেন। 

 

মঙ্গলবার গণভবনে পদ্মা সেতুর উদ্বোধনের তারিখ নির্ধারণে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। সেতুমন্ত্রী বলেন, আগামী ২৫ জুন (শনিবার) সকাল ১০টায় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা পদ্মা সেতুর উদ্বোধন ঘোষণা করবেন।

 

সেতুমন্ত্রী বলেন, আমরা প্রধানমন্ত্রীর কাছে পদ্মা সেতুর দুটো সারসংক্ষেপ দিয়েছিলাম। একটা পদ্মা সেতু উদ্বোধনের সামারি, যেখানে তিনি ২৫ জুন তারিখ লিখে সই করেছেন। আরেকটি ছিল পদ্মা সেতুর নাম ‘শেখ হাসিনা সেতু’ করার। সেটিতে তিনি সই করেননি। পদ্মা সেতুর নাম পদ্মা নদীর নামে হবে। 

 

সেতুমন্ত্রী সাংবাদিকদের বলেন, সেতু উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপিসহ সবাইকে আমন্ত্রণ জানানো হবে। যারা বেশি বিরুদ্ধে বলছেন, তাদেরকে আগে আমন্ত্রণ জানাব।