ঢাকা, ২৩ নভেম্বর শনিবার, ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
২০১

পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলবে ৪ এপ্রিল

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:১৫ ২৯ মার্চ ২০২৩  

পদ্মা সেতুতে যানবাহন চলাচল শুরু হয়েছে নয় মাস আগে। এবার ট্রেন চলাচলের জন্যও প্রস্তুত হচ্ছে দেশের দীর্ঘতম এ সেতু। আগামী ৪ এপ্রিল সেতুর ওপর দিয়ে পরীক্ষামূলক ট্রেন চলাচলের দিন ধার্য করেছে রেলপথ মন্ত্রণালয়। রেলপথ মন্ত্রণালয় ও পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প কর্তৃপক্ষ জানিয়েছে ঐ দিন ভাঙ্গা থেকে একটি গ্যাংকার ট্রেন পদ্মা সেতু পাড়ি দিয়ে মাওয়া স্টেশনে থামবে। 

 

জানা গেছে, ফরিদপুরের ভাঙ্গা থেকে পদ্মা সেতুর জাজিরা প্রান্ত পর্যন্ত রেলপথটির কাজ পুরোপুরি শেষ হয়েছে। অন্যদিকে মাওয়া স্টেশন থেকে পদ্মা সেতুর সংযোগ পর্যন্তও রেলপথ প্রস্তুত। এখন কেবল মূল সেতুর ৪১ মিটার অংশে রেলপথ বসানোর কাজ বাকি। এই কাজ ৩০ মার্চের মধ্যেই সম্পন্ন হবে বলে আশা করছেন প্রকল্পের কর্মকর্তারা।

 

এ বিষয়ে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের প্রকল্প পরিচালক আফজাল হোসেন জানান, ‘পরীক্ষামূলকভাবে গ্যাংকার ট্রেনটি ভাঙ্গা থেকে রওনা হয়ে পদ্মা সেতু পাড়ি দিয়ে মাওয়া পর্যন্ত আসবে।  ৪ এপ্রিল এ ট্রেনে ভ্রমণ করে রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন নির্মিত রেলপথসহ প্রকল্পের সার্বিক কাজ পরিদর্শন করবেন। পুরোপুরি চালু হওয়ার আগে এ রেলপথ দিয়ে আমরা প্রকল্পের বিভিন্ন পণ্য পরিবহন করব।’