ঢাকা, ২৫ নভেম্বর সোমবার, ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
১৬৪

পদ্মা সেতুতে রেললাইন বসানোর কাজ শুরু

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৫৪ ২০ আগস্ট ২০২২  

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে রেললাইন বসানো কাজ শুরু হয়েছে। পদ্মা সেতুর রেললাইন বসানো কার্যক্রমের উদ্বোধন করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। এসময় তিনি জানান, আগামী বছরের জুনে পদ্মা সেতু দিয়ে রেল চলাচল শুরু হবে।  শুরুতে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত অংশের ট্রেন চালু করা হবে।

 

শনিবার (২০ আগস্ট) দুপুরে মন্ত্রী সেতুর ওপর স্পেনের ভেতরে ব্যালেন্স প্লেস রেললাইন বসানোর কাজ উদ্বোধন করেন। এসময় জাতীয় সংসদের চীফ হুইপ নুর লিটন উপস্থিত ছিলেন। উদ্বোধনকালে রেলমন্ত্রী বলেন, আগামী চার মাসের মধ্যে ট্র্যাক বসানোর কাজ শেষ হবে। এই রেলসেতু দিয়ে যাত্রীবাহী ছয়টি রেল চলবে।

 

মন্ত্রী বলেন, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৬৯ কিলোমিটার। কাজের সুবিধার জন্য এটিকে ৩ ভাগে বিভক্ত করা হয়েছে । ঢাকা থেকে মাওয়া, মাওয়া থেকে ভাঙ্গা এবং ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত। আমাদের পরিকল্পনা অনুযায়ী আগামী বছর জুনের মধ্যে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত রেল সংযোগ চালু করা সম্ভব হবে। ভাঙ্গা থেকে পুরনো লাইনের মাধ্যমে মানুষ কুষ্টিয়া হয়ে খুলনা পর্যন্ত যোগাযোগ করতে সক্ষম হবে।
এ কাজের উদ্বোধন শেষে মন্ত্রী ভাঙ্গা জংশন স্টেশনে রেল লাইন স্থাপন কাজের উদ্বোধন করেন

 

এসময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীর, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদার, অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো)  মো. কামরুল আহসান, প্রকল্প পরিচালক মো. আফজাল হোসেন, কনস্ট্রাকশন সুপারভিশন সার্ভিস সেনাবাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর