ঢাকা, ১৬ জানুয়ারি বৃহস্পতিবার, ২০২৫ || ৩ মাঘ ১৪৩১
good-food
৩১৫

‘পদ্মা সেতুর নাট খুলে গ্রেফতার বাইজিদ ছাত্রদলের কর্মী ছিলেন’

লাইফ টিভি 24

প্রকাশিত: ০১:৩৯ ২৭ জুন ২০২২  

পদ্মা সেতু‌তে নাট খু‌লে টিকটক করে পুলিশের হা‌তে গ্রেফতার বাইজিদ একসময় পটুয়াখালী জেলা ছাত্রদ‌লের কর্মী ছিলেন। ত‌বে অনেক দিন ধ‌রে তি‌নি পটুয়াখালী‌তে অনুপস্থিত। বর্তমানে পরিবারের সদস্যদের সঙ্গে ঢাকায় অবস্থান করছেন। পটুয়াখালী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আল-হেলাল নয়ন বিষয়‌টি নিশ্চিত করেছেন।

 

তি‌নি জানান, বাইজিদ আগে পটুয়াখালীতে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে উনি অনেকদিন ধরে এলাকায় নেই। এখন ঢাকায় রাজনীতি ক‌রে কিনা তা জানি না। ব্যক্তির অন্যায় অপরাধ দল কখনই দায় নেবে না। স্বেচ্ছা‌সেবকদ‌লের এক সিনিয়র বড় ভাইয়ের সঙ্গে মিছিল মি‌টিংয়ে অংশ নিতেন এ যুবক।

 

জেলা স্বেচ্ছা‌সেবকদ‌লের একা‌ধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে বিষয়‌টি নিশ্চিত ক‌রে জানান, জেলা ছাত্রদ‌লের সা‌বেক সভাপতি বিপ্লব গাজীর অনুসারী ছিলেন বাইজিদ। ত‌বে কোনো পদ-পদ‌বি‌তে ছিল না।

 

তবে বিষয়‌টি অস্বীকার ক‌রে বিপ্লব গাজী ব‌লেন, বাইজিদ কখনই ছাত্রদল ক‌রে‌ননি। উনি ঢাকায় ছাত্রলীগ ক‌রেন। আপনারা খোঁজ নি‌য়ে দেখেন।


বদরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সাইদুর রহমান মুক্তা জানান, বাইজিদের পরিবার বিএন‌পির সঙ্গে জড়িত এটা সবাই জানে। কিন্তু উনি কি কর‌তেন সেটা জানি না। তাছাড়া এলাকায় থা‌কে না।

 

ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক না‌সির উ‌দ্দিন খান জানান, ওর বাড়ির লোকজন যেহেতু বিএন‌পির সঙ্গে জড়িত, সেহেতু তার ছাত্রদল করাটা স্বাভাবিক।

 

বাইজিদের চাচা ফোরকান মৃধা জানান, বাইজিদ কোনো রাজনীতির সঙ্গে যুক্ত ছিল না। মেট্রিক পাশ ক‌রেই ঢাকায় গেছে। সম্পর্কে সে স্বেচ্ছা‌সেবকদ‌ল নেতা মোহ‌নের চাচাত ভাই।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর