ঢাকা, ২৫ নভেম্বর সোমবার, ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
২৩৭

পদ্মাসেতু উদ্বোধনে আমন্ত্রণ পাবেন ৩ হাজার সুধী

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:৫৯ ১৯ জুন ২০২২  

পদ্মাসেতুর উদ্বোধনে সুধী সমাবেশে ৩ হাজার সুধীজনকে আমন্ত্রণ জানানো হবে। আগামীকাল সোমবার থেকে বিতরণ শুরু করবে সেতু বিভাগ। এ তালিকায় রয়েছেন- বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, দাতা সংস্থার প্রতিনিধি, রাজনৈতিক নেতা, নির্মাণ সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধি, দেশের খ্যাতনামা বুদ্ধিজীবী ও সাংবাদিকরা।
রোববার গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ।

 

তিনি বলেন, আমন্ত্রণপত্র পুরোপুরি প্রস্তুত হবে। আগামীকাল থেকে বিতরণ শুরু করা হবে। মাওয়া প্রান্তে সুধী সমাবেশে আমন্ত্রণ পাবেন ৩ হাজার সুধীজন। আমন্ত্রিত অতিথিদের পর্যটন কর্পোরেশন থেকে দুপুরের খাবার পরিবেশন করা হবে। 

 

তিনি আরো জানান, জাজিরা প্রান্তে জনসভা হবে। সেটা সবার জন্য উন্মুক্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৫ জুন সকাল ১০টায় মাওয়া প্রান্তে এ সুধী সমাবেশ করে পদ্মাসেতুর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন।

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর