ঢাকা, ২৫ নভেম্বর সোমবার, ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৫৮১

পদ্মাসেতুর আর মাত্র ৩টি স্প্যান বসানো বাকি

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:০৫ ২১ নভেম্বর ২০২০  

মাওয়া প্রান্তে বসানো হলো পদ্মাসেতুর ৩৮তম স্প্যান। এর মাধ্যমে দৃশ্যমান হয়েছে সেতুর ৫ হাজার ৭০০ মিটার। সেতুর আর মাত্র ৩টি স্প্যান বসানো বাকি। সেতুর নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প ব্যবস্থাপক দেওয়ান মো. আবদুল কাদের শনিবার দুপুরে স্প্যান বসানো হয়েছে বলে নিশ্চিত করেন।

 

তিনি জানান, দুপুর ২টা ৩৫ মিনিটে স্প্যানটি নির্ধারতি পিয়ারের উপর ভূমিকম্প সহনশীল বিয়ারিংয়ে বসানো সম্ভব হয়। চলতি নভেম্বর মাসে এ নিয়ে সেতুতে মোট তিনটি স্প্যান বসানো সম্ভব হলো। এ মাসের মধ্যেই ১০ ও ১১ নং পিয়ারে ৩৯তম স্প্যান ‘২-ডি’ বসানোর পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।

 

৩৭তম স্প্যান বসানোর ৯ দিনের মাথায় এ স্প্যানটি বসানো হলো। পুরো সেতুতে এখন তিনটি স্প্যান বসিয়ে ৪৫০ মিটার দৃশ্যমান বাকি থাকল। এর মধ্যে চলতি মাসে একটি এবং দুটি ডিসেম্বরে বসানোর পরিকল্পনা রয়েছে। এক সপ্তাহের ব্যবধানে এ স্প্যানটি বসানোর মাধ্যমে দৃশ্যমান হলো সেতুটির প্রায় পৌনে ৬ কিলোমিটার।

 

সর্বশেষ তিনটি স্প্যান বসবে ডিসেম্বরের মধ্যেই। এর আগে গত ১২ নভেম্বর মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তের ৯ ও ১০ নম্বর পিলারের ওপর বসানো হয় ৩৭তম স্প্যান।

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর