ঢাকা, ২২ ডিসেম্বর রোববার, ২০২৪ || ৮ পৌষ ১৪৩১
good-food
৫০৪

পবিত্র ঈদ - ই মিলাদুন্নবী উদযাপিত

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:১৮ ৯ অক্টোবর ২০২২  

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশের বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলসহ ১৫ দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। ইসলামের শেষ নবী হযরত মুহম্মদ (সা.) এর পৃথিবীতে আগমন এবং বিদায়ের দিনটি স্মরণে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রোববার ঢাকার রমনায় শোভাযাত্রার আয়োজন করা হয়। 

 

সোহরাওয়ার্দী উদ্যান হতে জশনে জুলুস (ধর্মীয় শোভাযাত্রা) শুরু হয়ে রাজধানীর শাহবাগ, মৎস ভবন, দোয়েল চত্বর হয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনের সড়ক প্রদক্ষিণ করে সোহরাওয়ার্দী উদ্যানে এসে এক মহাসমাবেশে মিলিত হয়।

 

নবী হযরত মুহম্মদ (সা.) এর পৃথিবীতে আগমন এবং বিদায়ের দিনটি স্মরণে রাজধানীসহ সারা দেশেঈদে মিলাদুন্নবী পালিত হচ্ছে । রোববার দিনটি ঘিরে দেশের বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলসহ ১৫ দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

 

রাষ্ট্রীয়ভাবে এ দিবস পালনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। 
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রোববার ঢাকার রমনায় শোভাযাত্রায় অংশ নেয় হাজারো মানুষ। দেশের সব হাসপাতাল, কারাগার, সরকারি শিশুসদন, বৃদ্ধ নিবাস, মাদকাসক্তি নিরাময়কেন্দ্রে খাবারের ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

এছাড়া গুলিস্তান কাজী বশির মিলনায়তন (মহানগর নাট্যমঞ্চ) প্রাঙ্গণে ‘আশেকানে রহমানিয়া মইনিয়া সহীদিয়া মাইজভাণ্ডারিয়ার’ ব্যবস্থাপনায় জশনে জুলুস ও সেমিনার আয়োজন করা হয়।