ঢাকা, ২৪ নভেম্বর রোববার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
১৬৩

পরমাণু হামলার মহড়া দেখলেন পুতিন ও লুকাশেঙ্কো

লাইফ টিভি 24

প্রকাশিত: ০১:১৩ ২৭ অক্টোবর ২০২২  

ইউক্রেনের বিরুদ্ধে 'ডার্টি বম্ব' তৈরির অভিযোগ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে তিনি সতর্ক করে দিয়েছেন, ইউক্রেন কোনোভাবে ডার্টি বম্ব ব্যবহার করলে রাশিয়া ছাড়বে না। প্রয়োজনে পরমাণু অস্ত্র ব্যবহার নিয়ে সতর্কতা জারি করেছে ক্রেমলিন।

 

ইউক্রেন যুদ্ধের আবহে এবার পরমাণু হামলার মহড়া শুরু করল রুশ সেনা। বুধবার (২ অক্টোবর) রাশিয়ার পরমাণু অস্ত্রের দায়িত্বপ্রাপ্ত বাহিনী 'নিউক্লিয়ার স্ট্র্যাটেজিক ফোর্স' এই মহড়া চালিয়েছে। 

 

ইউক্রেনসহ পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে লড়তে কীভাবে প্রস্তুতি নিচ্ছে সেনাবাহিনী, সে বিষয়ে নিজে তদারকি করছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ সেনা কোথায়, কীভাবে প্রশিক্ষণ নিচ্ছে, তা খতিয়ে দেখতে ক্রমাগত টেলিভিশনে চোখ রাখছেন তিনি।

 

গত ২৪ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট পুতিনের ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণার পর এ প্রথম ‘নিউক্লিয়ার স্ট্র্যাটেজিক ফোর্স’-এর মহড়া অনুষ্ঠিত হলো। এর আগে স্থল ও ডুবোজাহাজ থেকে পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছেন রুশ সেনারা।

 

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো এবং ইউক্রেনের ওপর চাপ বাড়াতে কৃষ্ণসাগরের গভীরে পরমাণু বোমা পরীক্ষা করতে পারে রাশিয়া। সম্প্রতি কয়েকটি পশ্চিমা সংবাদমাধ্যম দাবি করে। সেই আশঙ্কা আরও প্রবল হলো।


প্রেসিডেন্ট পুতিনকে বিদেশে সৈন্য ব্যবহারে সবুজ সংকেত দিয়েছে রাশিয়ার পার্লামেন্ট। এরপরই বেলারুশের নেতা আলেকজান্ডার লুকাশেঙ্কোকে পাশে নিয়ে টেলিভিশনের পর্দায় যৌথ পরমাণু মহড়া দেখেন তিনি। জাহাজ, বিমান ও ডুবোজাহাজ থেকে পরমাণু অস্ত্রের মহড়া চলেছে এবং জল ও স্থল থেকে নির্ভুল দক্ষতায় নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে আঘাত হানতে সফল হয়েছে সেগুলো।


মহড়া শেষে ক্রেমলিন জানিয়েছে, পরমাণু অস্ত্রের মহড়ায় ‘হাইপারসনিক’ এবং ‘ক্রুজ’ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সফলভাবে সম্পন্ন হয়েছে। বিশেষ জায়গা থেকে গোটা মহড়ায় চোখ রেখেছিলেন প্রেসিডেন্ট পুতিন ও বেলারুশ নেতা লুকাশেঙ্কো। মহড়া শেষে সেনা কর্মকর্তাদের অভিনন্দনও জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট।


গত ১০ অক্টোবর জাপোরিজিয়া, খেরসনসহ বেশ কিছু এলাকায় নতুন করে হামলা শুরু করেছে রাশিয়া। সামরিক লক্ষ্যবস্তুর পাশাপাশি নির্বিচারের ঘনবসতিপূর্ণ এলাকায়ও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর দেয়া অস্ত্রের সাহায্যে সেই হামলা প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অনুগত বাহিনী।

 

এ পরিস্থিতিতে রাশিয়া পরমাণু হামলা চালাতে পারে বলে সম্প্রতি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের মতো কয়েকটি দেশ আশঙ্কা প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এ বিষয়ে মস্কোকে হুঁশিয়ারিও দিয়েছেন।

 
বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর