ঢাকা, ২১ নভেম্বর বৃহস্পতিবার, ২০২৪ || ৭ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
১৮৪১

পর্যটন সেবা সপ্তাহ শুরু ৩০ এপ্রিল

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:৫০ ২৫ এপ্রিল ২০১৯  

আসছে ৩০ এপ্রিল থেকে দেশব্যাপী শুরু হচ্ছে পর্যটন সেবা সপ্তাহ

বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে এ সেবা সপ্তাহ চলবে আগামী ৬ মে পর্যন্ত।

এবার সপ্তাহটির শ্লোগান  - পর্যটনের গর্বিত অতিথি হউন, দেশ সেবায় অবদান রাখুন

এ উপলক্ষে অতিথিদের সেবা দেয়ার জন্য বাংলাদেশ পর্যটন করপোরেশনের সব হোটেল বা মোটেলগুলোতে বিভিন্ন কর্মসূচি নেয়া হয়েছে।

সপ্তাহটি পালনকালে হোটেল বা মোটেলগুলোতে আসা অতিথিদেরকে আবাসিক ভাড়ার ওপর শতকরা ৩০ ভাগ রেয়াত দেয়া হবে।

এছাড়াও রয়েছে : পর্যটন করপোরেশনের হোটেল বা মোটেল, রেস্তোরাঁতে আসা অতিথিদের জন্য বিদ্যমান খাদ্য তালিকায় কমপক্ষে একটি স্থানীয় খাদ্য অন্তর্ভুক্তকরণ ও সকালের নাস্তার তালিকায় একটি বিশেষ খাদ্য অন্তর্ভুক্ত করা হবে।

এছাড়াও ঢাকা-চট্টগ্রাম-ঢাকাগামী সোনার বাংলা ট্রেনে পর্যটন করপোরেশনের সরবরাহকৃত মেন্যুতে একটি বিশেষ আইটেম (সুস্বাদু সন্দেশ বা লাড্ডু) অন্তর্ভুক্ত এবং রজনীগন্ধা ফুলের স্টিক বা চকলেট দিয়ে পর্যটকদের স্বাগত জানানো হবে।

এছাড়াও থাকছে কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্র সৈকত পরিচ্ছন্ন রাখার জন্য বীচ ক্লিনিং কর্মসূচি।

বাংলাদেশকে জানো বিভাগের পাঠকপ্রিয় খবর