ঢাকা, ১৯ জানুয়ারি রোববার, ২০২৫ || ৫ মাঘ ১৪৩১
good-food
৭৩৬

পলিথিন মোড়ানো পোষ্টার ব্যবহার করা যাবে না

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:১৩ ২২ জানুয়ারি ২০২০  

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের লেমিনেটেড পোস্টার লাগানোর ওপর নিষেধাজ্ঞা দিলেন হাইকোর্ট। আজ বুধবার (২২ জানুয়ারি) থেকেই এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলেছেন আদালত। 


পাশাপাশি লেমিনেটেড পোস্টার ছাপানো বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে সিটি করপোরেশন ও নির্বাচন কমিশনকে নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া যে লেমিনেটেড পোস্টারগুলো লাগানো হয়েছে নির্বাচনের পর তা যথাযথভাবে সরিয়ে নিতে বলা হয়েছে।


সিটি নির্বাচনে লেমিনেটেড পোস্টারের ব্যবহার নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনা হলে বুধবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।


এর আগে সিটি নির্বাচনে লেমিনেটেড পোস্টারের ব্যবহার নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন নজরে আনেন আইনজীবী মনোজ কুমার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। পরে আদালত প্রতিবেদনগুলো আমলে নিয়ে এই আদেশ দেন। 


পরিবেশের জন্য ক্ষতিকর বিবেচনায় ও পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে দুই আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দেন আদালত।


নির্বাচন ও অন্যান্য ক্ষেত্রে লেমিনেটেড পোস্টার ছাপা এবং প্রদর্শন বন্ধে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে।
নির্বাচন কমিশন, নির্বাচন কমিশনের সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয় সচিব, শিল্প সচিব, স্বাস্থ্য সচিব, দুই সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিবাদীদের ৪ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

 

অ্যাডভোকেট মনোজ এ বিষয়ে বলেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সারাদেশে বিশেষ করে ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় লেমিনেটেড পোস্টার ছাপা, প্রদর্শন বন্ধের নির্দেশ দিয়েছেন আদালত।


এছাড়া ঢাকা সিটি নির্বাচনকে কেন্দ্র করে যেসব পোস্টার প্রদর্শন করা হয়েছে, নির্বাচনের পরপরই প্রদর্শিত সব পোস্টার অপসারণ করে যথাযথভাবে তা ধ্বংসের নির্দেশ দিয়েছেন আদালত।


ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচার চলার মধ্যেই আদালতের এই নির্দেশ এল। 


পলিথিন এবং প্লাস্টিকের ব্যবহার পরিবেশের জন্য ক্ষতিকর হলেও কুয়াশা, বৃষ্টি ও ধুলাবালি থেকে পোস্টারগুলো রক্ষায় প্রার্থীরা এ ধরনের মোড়কে পোস্টার ব্যবহার করছেন।


পরিবেশবিদরা বলছেন, লেমিনেডেট এসব পোস্টার পরিবেশের জন্য বড় ক্ষতির কারণ। বিপুল প্লাস্টিক ও পলিথিন নর্দমায় গিয়ে জমা হয়ে এগুলো পচবে না। এর ফলে বর্ষায় জলাবদ্ধতা সৃষ্টি হবে।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর