ঢাকা, ২৫ নভেম্বর সোমবার, ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৮০৬

পাইকারিতে কমলেও খুচরা বাজারে চালের দাম কমেনি

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৩৬ ১৯ জানুয়ারি ২০১৯  

 সপ্তাহের ব্যবধানে রাজধানীর পাইকারি বাজারে চালের দাম কমতে শুরু করেছে। প্রতি কেজিতে পাইকারি পর্যায়ে দাম কমেছে এক থেকে দেড় টাকা। তবে খুচরা বাজারে দাম কমেনি। গত সপ্তাহের মতো একই দামে বিক্রি হচ্ছে সব ধরনের চাল।

রাজধানীর খুচরা বাজারের চাল বিক্রেতাদের মাধ্যমে জানা যায়, প্রতি কেজি মিনিকেট বিক্রি হচ্ছে ৫৪-৫৬ টাকায়। বিআর-২৮ বিক্রি হচ্ছে ৪২-৪৪ টাকায়। নাজিরশাইল ৫৫-৫৬ টাকা, মোটা চালের মধ্যে স্বর্ণা চাল ৩৮-৪০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারের খুচরা চাল বিক্রেতারা জানায়, পাইকারি আড়তে চালের দাম বাড়ায় বেশি দামে চাল কিনতে হয়েছে, যা এখনও শেষ হয়নি। রোববার নাগাদ পাইকারি বাজারে দাম কমলে অবশ্যই কম দামে চাল বিক্রি করবে বলে জানান তারা।