ঢাকা, ২৪ নভেম্বর রোববার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
২৪১

পাউরুটি দিয়ে ব্রেকফাস্ট আর নয়

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:১৮ ২৮ মে ২০২১  

সকালে ঘুম উঠে পাউরুটি বা কাটারুটি আর এর সঙ্গে চা, ঘি কিংবা জ্যাম-জেলি দিয়ে নাস্তা করা অভ্যাসে দাঁড়িয়েছে। বিশেষ করে যারা একা থাকেন বা অধিকাংশ সময়ই বাইরে থাকেন, তাদের জন্য এই ব্রেকফাস্ট তৈরি করা নিয়ে বেশি ভাবার সময় থাকে না। তাই সাধারণত এসব দিয়ে সকালের ব্রেকফাস্ট করা হয়।


আধুনিক এই সময়ে ব্যস্ততার ফাঁকে হালকা খাবার আজকাল সবার পছন্দ। তবে এই হালকা খাবার হিসেবে পাউরুটি সবসময় সমানভাবে কাজে আসে না শরীরের জন্য। মূলত শরীরের চাহিদা মোতাবেক ব্রেকফাস্টের উপকরণ রাখা উচিত। এবার তাহলে অতিরিক্ত পাউরুটি খাওয়ার ফলে শরীরে যেসব প্রভাব পড়ে তা তুলে ধরা হলো নিচে-


নিয়মিত বা অতিরিক্ত পাউরুটি খাওয়ার ফলে শরীরের বিশেষ কিছু হরমোনের ক্ষরণ হঠাত্ৎ করেই বৃদ্ধি পেয়ে থাকে। এতে করে মানসিক অবসাদ বেড়ে যায় বলে বিশেষজ্ঞদের ধারণা। বিভিন্ন সমীক্ষার প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, ময়দাজাতীয় খাবার নিয়মিত খেলে শরীরে কোলেস্টেরলের মাত্রা মাত্রাতিরিক্ত বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে হার্টের বিভিন্ন সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে।


প্রতিদিন পাউরুটি খেলে রক্তে শর্করার পরিমাণ অস্বাভাবিকভাবেই বেড়ে যায়। এতে করে ডায়াবেটিসের ঝুঁকিও বৃদ্ধি পেতে পারে। এছাড়া ডায়াবেটিস থাকলে ব্লাড প্রেসারেও সমস্যার সম্ভাবনা থাকে। গবেষণা বলছে, পাউরুটিতে শর্করা ও কার্বোহাইড্রেট থাকায় খাওয়ার পর এ দুইয়ের পরিমাণ বৃদ্ধি পেতে থাকে। ফলে ওজন বাড়তে শুরু করে।


পাউরুটি খাওয়ার ফলে পেট ভরলেও শরীরে চাহিদা অনুযায়ী পুষ্টি পায় না। এছাড়া কিছুক্ষণ পরই আবার ক্ষুধাভাব তৈরি হয়। তাই ক্ষুধার্ত অবস্থায় কখনো পাউরুটি খেলে অপুষ্টির শিকার হওয়ার সম্ভাবনা থাকে। তবে বাজারে পাওয়া ব্রাউন ব্রেড সাধারণ পাউরুটি থেকে একদমই ভিন্ন। তাই বিকল্প হিসেবে ব্রাউন ব্রেড বা বাসা-বাড়িতে ফলমূল দিয়ে ব্রেকফাস্ট সেরে নিতে পারেন।