ঢাকা, ১২ ডিসেম্বর বৃহস্পতিবার, ২০২৪ || ২৮ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৪০

পাকিস্তানকে উড়িয়ে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৫২ ৬ ডিসেম্বর ২০২৪  

পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। অধিনায়ক আজিজুল হাকিম তামিমের অপরাজিত ৬১ রানে চড়ে সহজ জয়ে ফাইনাল নিশ্চিত করেছে শিরোপাধারীরা। আগামী রোববার শিরোপা ধরে রাখার লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।


দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আসরের প্রথম সেমিফাইনালে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ১১৭ রানের ছোট্ট লক্ষ্য ২২.১ ওভারেই পেরিয়ে যায় টাইগার জুনিয়ররা।


টানা দ্বিতীয় শিরোপা জয়ের অভিযানে রোববার ফাইনালে বাংলাদেশ লড়বে ভারতের বিপক্ষে।

দিনের দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ৭ উইকেটে হারায় ভারত অনূর্ধ্ব-১৯ দল। লঙ্কানদের দেওয়া ১৭৩ রানের লক্ষ্য ২১.৪ ওভারেই পেরিয়ে যায় দলটি। ৩৬ বলে ৬৭ রানের ইনিংস খেলে ম্যাচ-সেরা হন কদিন আগে আইপিএলে কোটি টাকায় দল পাওয়া ১৩ বছর বয়সী ওপেনার বৈভাব সুরিয়াভানশি।

লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ২৮ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় দলটি। ১৪ বলে শূন্য রানে আউট হন কালাম সিদ্দিকি, ২৫ বলে ১৭ রানে জাওয়াদ আবরার।

এরপর মোহাম্মদ শিহাব জেমসকে নিয়ে ৫৭ রানের জুটি গড়েন আজিজুল। জেমস ৩৬ বলে ২৬ রান করে বিদায় নিলেও রিজান হোসেনকে সাথে করে দলকে ফাইনালে তুলেই মাঠ ছাড়েন দলপতি আজিজুল।

অধিনায়কের উত্তাল ব্যাট থেকে আসে ৪২ বলে ৭ চার ও ৩ ছক্কায় অপরাজিত ৬১ রান। বাউন্ডারি হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন।  
 

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর