ঢাকা, ১৩ ডিসেম্বর শুক্রবার, ২০২৪ || ২৮ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
২৭৩

পাকিস্তানকে হারিয়ে মেয়েদের ওয়ানডে সিরিজে জয়

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:১১ ১০ নভেম্বর ২০২৩  

পাকিস্তানকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১-এ হারানোর কৃতিত্ব দেখাল বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে এই প্রথম ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশের মেয়েরা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুক্রবার সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে ৭ উইকেটে জিতেছে নিগার সুলতানার দল।

 

ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের ঘূর্ণির সামনে বেসামাল পাকিস্তান ৯ উইকেটে ১৬৬ রান তুলতে সমর্থ হয়। নাহিদা আক্তার ৩টি, রাবেয়া খান ২টি এবং ফাহিমা খাতুন, নিশিতা আক্তার নিশি ও স্বর্ণা আক্তার ১টি করে উইকেট নেন। জবাব দিতে নেমে ফারজানা হক পিংকি ও মুর্শিদা খাতুনের ব্যাট ভর করে ২৬ বল বাকি থাকতে জয় তুলে নেয় বাংলাদেশ।

 

সিরিজ জয়ের পর প্রতিক্রিয়ায় সহ-অধিনায়ক ও সিরিজসেরা নাহিদা বলেন, ‘আমার প্লান ছিল উইকেট টু উইকেট বল করা। টি২০ সিরিজে ভালো করায় আমি বেশ আত্মবিশ্বাসী ছিলাম। টি২০ সিরিজের পারফরম্যান্স এখানেও আমি টেনে আনতে পেরেছি।’

 

বাংলাদেশ দলনায়ক নিগার বলেন, ‘ব্যাটিং নিয়ে আমাদের চিন্তা ছিল, সেটিতে উন্নতি করতে পেরেছি আমরা। আমাদের পরিকল্পনামতোও খেলতে পেরেছি।’

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর