ঢাকা, ২৪ নভেম্বর রোববার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৩১১

পাকিস্তানে ফেসবুক-ইউটিউব বন্ধ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:১৮ ১০ মে ২০২৩  

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান বিরোধী নেতা ইমরান খানকে গ্রেফতারের জেরে উত্তপ্ত পাকিস্তান। পরিস্থিতি সামাল দিতে ইতোমধ্যে রাজধানী ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এছাড়া লাহোর, করাচি ও বালুচিস্তানসহ দেশের বিস্তীর্ণ অঞ্চলে হাই অ্যালার্ট জারি করেছে পাক প্রশাসন। শেহবাজ সরকার এবার গোটা দেশে মোবাইল ব্রডব্যান্ড কানেকশন বন্ধ করেছে।

 

পাকিস্তান টেলিকমিউনিকেশন কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে গোটা দেশে মোবাইল ব্রডব্যান্ড পরিষেবা বন্ধ করা হয়েছে।  ফলে পুরো পাকিস্তানে আপাতত ফেসবুক, টুইটার ইউটিউব পরিষেবা বন্ধ হয়ে গেছে।

 

মঙ্গলবার (৯ মে) সন্ধ্যায় টেলিকম সংস্থার তরফে ইন্টারনেট সরবরাহের রিপোর্ট উল্লেখ করে আরও জানানো হয়, কিছু অঞ্চলে সম্পূর্ণভাবে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। যার ফলে রিয়েল-টাইম নেটওয়ার্ক ডেটায় দেখা যাচ্ছে, পাকিস্তানে সমস্ত মোবাইল এবং ফিক্সড-লাইন ইন্টারনেট সরবরাহে ব্যাঘাত ঘটেছে। তার ফলে দেশে ফেসবুক, টুইটার ও ইউটিউব আপাতত বন্ধ হয়ে গেছে।