ঢাকা, ২৫ নভেম্বর সোমবার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৩০৫

পাকিস্তানে বন্যায় ১,০৩৩ জনের মৃত্যু

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:৫২ ২৮ আগস্ট ২০২২  

পাকিস্তানে গত জুন থেকে মৌসুমি বৃষ্টিপাত হচ্ছে। সেটাও ভারী বৃষ্টি। এতে সারাদেশে বন্যার সৃষ্টি হয়েছে। তাতে এখন পর্যন্ত ১,০৩৩ জনের মৃত্যু হয়েছে।

 

রোববার (২৮ আগস্ট) এ কথা জানায় দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। এতে বলা হয়, এদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ১১৯ জনের মৃত্যু হয়েছে। ভারী বৃষ্টিপাত ও বন্যায় বিপন্ন এলাকায় ৩ কোটি ৩০ লাখের বেশি লোক ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

এমনিতেই দেশটির অর্থনৈতিক দৈন্যদশার শেষ নেই। রিজার্ভ সংকট পৌঁছেছে চরমে। মুদ্রার ব্যাপক অবমূল্যায়ন ঘটে। জ্বালানি তেলের দাম বেড়ে যায়। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম ঊর্ব্বমুখী। 

 

এবার মরার ওপর খাঁড়ার ঘা হয়ে দেখা দিয়েছে বন্যা। সেজন্য আইএমএফসহ বৈশ্বিক ঋণদাতা গোষ্ঠীগুলোর কাছে আরও অর্থ সহায়তা  চেয়েছে পাকিস্তান।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর