ঢাকা, ২৫ নভেম্বর সোমবার, ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৩০৮

পাকিস্তানে মিসাইল ফেলে দুঃখ প্রকাশ করল ভারত

লাইফ টিভি 24

প্রকাশিত: ০০:৩৫ ১২ মার্চ ২০২২  

ভারতের ছোড়া একটি সুপারসনিক মিসাইল গত বুধবার পাকিস্তানের পাঞ্জাবে আঘাত করে। পরের দিন এ নিয়ে প্রতিবাদ জানায় পাকিস্তান। আজ শুক্রবার (১১ মার্চ) সেই বিষয়ে দুঃখ প্রকাশ করল ভারত। শুধু তাই নয়, এই ঘটনায় উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

 

এক বিবৃতিতে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত ৯ মার্চ পরীক্ষার সময় যান্ত্রিক ত্রুটির কারণে মিসাইলটি ফায়ার হয়। এই ঘটনা নিতান্তই ভুলবশত। এ নিয়ে উদ্বিগ্ন নরেন্দ্র মোদি  সরকার। বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

 

এতে আরও জানানো হয়, মিসাইলটি পাকিস্তানের ভূখণ্ডে পড়েছে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। তবে এতে কেউ হতাহত হননি। এটাই সুখকর বিষয়।

 

মিসাইল ছোড়ার ঘটনায় ভারতীয় দূতকে আজই তলব করে পাকিস্তান সরকার। তার কাছে এই ব্যাপারের তীব্র আপত্তি জানায় তারা। পাশাপাশি দূতের কাছে স্বচ্ছ তদন্তের দাবি জানায় ইমরান প্রশাসন।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর