ঢাকা, ৩০ ডিসেম্বর সোমবার, ২০২৪ || ১৬ পৌষ ১৪৩১
good-food
১৩২

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ৩ মাস বিয়ে বন্ধ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:০৫ ১৬ নভেম্বর ২০২৪  

স্কুল বন্ধ, সরকারি অফিসে অর্ধেক কর্মীকে অনলাইন মোডে স্থানান্তর একই সাথে ভারী যানবাহন চলাচলের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা। এরপর  পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের  অ্যাডভোকেট জেনারেল (এজিপি) দেশের বিপজ্জনক ধোঁয়া পরিস্থিতি মোকাবেলা করার জন্য একটি "অনন্য পরিকল্পনা" নিয়েছেন। তিনি আগামী তিন মাস যুবক যুবতীদের বিয়ে বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন। 

 

বিষাক্ত দূষণের কারণে সৃষ্ট ঘন ধোঁয়াশা কয়েক সপ্তাহ ধরে পাঞ্জাবের বেশ কয়েকটি শহরকে গ্রাস করেছে। লাহোর ও মুলতান সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। মুলতানে বায়ু মাণ সূচক রিডিং  দুবার দুই হাজার ছাড়িয়েছে। বায়ু দূষণের কারণে এক মাসে পাকিস্তানের পাঞ্জাবে প্রায় ২০ লাখ লোক শ্বাসকষ্ট এবং শ্বাসকষ্টজনিত অন্যান্য রোগে আক্রান্ত হয়েছে। সূত্র: জিও টিভি

 

অ্যাডভোকেট জেনারেল লাহোর হাইকোর্টকে অবহিত করেছেন যে সরকার ধোঁয়া সম্পর্কিত একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা তৈরি করেছে। সেই পরিকল্পনার অংশ হিসেবে ধোঁয়া মোকাবিলায় আগামী বছর যুবক-যুবতীদের  অক্টোবরে বিয়ে করতে বলা হবে। তাদের নভেম্বর, ডিসেম্বর এবং জানুয়ারিতে বিয়ে এড়িয়ে চলতে বলা হবে। এই বিষয়ে প্রশাসনের যুক্তি, বিয়ের অনুষ্ঠানে শব্দবাজি, আতশবাজি পোড়ানো হয় যার ফলে বৃদ্ধি পায় দূষণ। তাই এই নির্দেশিকা।

 

বিচারপতি শহীদ করিমের নেতৃত্বে হাইকোর্টে ক্রমবর্ধমান ধোঁয়া প্রশমনের জন্য দায়ের করা একগুচ্ছ আবেদনের শুনানি পুনরায় শুরু করার সাথে সাথে পাঞ্জাব অ্যাডভোকেট জেনারেল এই মন্তব্য করেছেন। এ বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে অ্যাডভোকেট জেনারেল বলেন, এ বিষয়ে প্রতিটি বিভাগকে একটি করে কাজ দেওয়া হয়েছে। ধোঁয়া নির্গত হয় এমন যানবাহন এখন রাস্তায় চলবে  না। 

 

বিশেষ করে লাহোর, গত মাস থেকে একটি গুরুতর ধোঁয়ার কবলে রয়েছে।  ঘন, বিষাক্ত মেঘ এখন মহাকাশ থেকে দৃশ্যমান।  নাসা দ্বারা স্ট্রাইকিং স্যাটেলাইট চিত্রে তা ধরা পড়েছে । আইকিউএয়ারের মতে, লাহোরে বিশ্বের সবচেয়ে দূষিত বায়ু রয়েছে। পাঞ্জাবের প্রাদেশিক রাজধানী বিশ্বব্যাপী সবচেয়ে দূষিত শহরের এয়ার কোয়ালিটি ইনডেক্স তালিকার শীর্ষে রয়েছে, ভারতের নয়াদিল্লি এবং কঙ্গোর গণতান্ত্রিক প্রজাতন্ত্রের কিনশাসা দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে।