ঢাকা, ১৫ জানুয়ারি বুধবার, ২০২৫ || ২ মাঘ ১৪৩১
good-food
৩১১

পাগলা মসজিদের দানবাক্সে ১৬ বস্তা টাকা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:২৯ ২ জুলাই ২০২২  

কিশোরগঞ্জ শহরের ঐতিহাসিক পাগলা মসজিদের সিন্দুকগুলো থেকে ১৬ বস্তা টাকা পাওয়া গেছে। আটটি লোহার দানবাক্স ৩ মাস ২০ দিন পর গতকাল  শনিবার খোলা হয়। টাকা গণনার কাজে রুপালি ব্যাংকের এজিএমসহ ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

 

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) মো. গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করে জানান, প্রতি তিন মাস পর পর দানবাক্সগুলো খোলা হয়। এবার ৩ মাস ২০ দিন পর সেগুলো খুলে ১৬ বস্তা টাকা পাওয়া গেছে।

 

মসজিদ পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে মসজিদের আটটি দান সিন্দুক খোলা হয়েছে। দান সিন্দুকগুলো খুলে ১৬টি বস্তায় টাকাগুলো আনা হয়েছে গণনার জন্য। 


এর আগে ১২ মার্চ দানবাক্সগুলো খোলা হয়েছিল। তখন রেকর্ড ৩ কোটি ৭৮ লাখ ৫৩ হাজার ২৯৫ টাকা এবং বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার পাওয়া গিয়েছিল।

ধর্ম বিভাগের পাঠকপ্রিয় খবর