ঢাকা, ২৬ নভেম্বর মঙ্গলবার, ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
১১৩৮

পালিয়ে বিয়ে করলে সাহায্য করবে পুলিশ !

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:৪৭ ২১ জানুয়ারি ২০১৯  

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

কাউকে মন থেকে ভাললবাসেন বা তার সাথে আপনার খুব ভালো রিলেশন চলছে; অথচ দুই পরিবার এই সম্পর্ক কখনোই মেনে নিবে না বা আপনাদের দুই জন কে দুই পরিবার কখনোই এক হতে দিবে না।

এরকমই পরিবারের নানান সমস্যার জন্য যে সকল কাপল পালিয়ে বিয়ে করতে চান বা যারা এখন পর্যন্ত পালানো অবস্থায় আছেন তাদের জন্য সুখবর। বাড়ি থেকে পালিয়ে বিয়ে করলে আশ্রয় দেবে পুলিশ। এমন ঘোষণা দিয়েছেন ভারতের রাজস্থান সরকারের পুলিশ দফতর।

ভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, রাজস্থান সরকারের পুলিশ সদর দফতর পলাতক দম্পতিদের জন্য ‘শেল্টার হোম’ তৈরির কথা ভাবছে।

জেনারেল জঙ্গা শ্রীনিবাস রাও রাজস্থান পুলিশের অ্যাডিশনাল ডিরেক্টর জানান, পলাতক দম্পতিদের যাতে কোনো বিপদে পড়তে না হয়, সে কারণেই এই শেল্টার হোমের ভাবনা করা হয়েছে।

তিনি আরও বলেন, পুলিশের সদর দফতর থেকে রাজ্যের সব জেলার পুলিশকে এমন সমস্যায় পড়া সদ্য বিবাহিতদের সর্বাত্মকভাবে সহযোগিতার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

এ ছাড়া পলাতকদের সাহায্যের জন্য সব পুলিশ রেঞ্জ ও জেলা স্তরে সিনিয়র মহিলা পুলিশ অফিসারও মোতায়েন করা হবে।