ঢাকা, ২৩ নভেম্বর শনিবার, ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
১৪৪২

পাল্টে গেলো ফেসবুকের লোগো

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৫৩ ৫ নভেম্বর ২০১৯  

ফেসবুকের অঙ্গ প্রতিষ্ঠান হচ্ছে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, অকুলাস, পোর্টাল, ক্যালিব্রা ইত্যাদি। এক লোগো দিয়ে সব প্রতিষ্ঠানকে সঠিকভাবে উপস্থাপন করা যাচ্ছে না।  তাই লোগো পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক।
নতুন এ লোগো সামাজিক যোগাযোগ মাধ্যমটির বিভিন্ন পণ্য ও সেবার পাশাপাশি বিপণন উপকরণে দেখা যাবে। সোমবার নিজেদের নিউজরুমে প্যারেন্ট (মূল বা প্রধান) কোম্পানি হিসেবে নতুন লোগো উন্মোচন করেছে ফেসবুক। এ লোগোতে শুধু ফেসবুক কথাটি জেনেরিক ফন্টে তুলে ধরা হয়েছে। এটি ক্রেডিট কার্ডেও ঠিকমতো বসানো যাবে। 
লোগোটি নিয়ে তৈরি একটি জিআইএফে কয়েকটি রঙ ব্যবহার করা হয়েছে। তাতে নীল রঙ দিয়ে ফেসবুক, সবুজ রঙ দিয়ে হোয়াটসঅ্যাপ ও গোলাপি রঙে ইনস্টাগ্রামকে বোঝানো হয়েছে।
ফেসবুক নিজেদের ব্লগ পোস্টে বলেছে, একটি অ্যাপ হিসেবে যাত্রা শুরু হয় তাদের। ১৫ বছর পরে প্রতিষ্ঠানের পণ্য ও সেবার সংখ্যা বেড়েছে। এখানে বিভিন্ন ব্যবসা সৃষ্টি হয়েছে। পণ্য সম্পর্কে পরিষ্কার ধারণা দিতেই ব্র্যান্ড লোগোটি পরিবর্তন করছে তারা।