ঢাকা, ১৫ জানুয়ারি বুধবার, ২০২৫ || ২ মাঘ ১৪৩১
good-food
৪৫৬

পাসপোর্টে জন্মতারিখ ৩০ জুন ১৯৫৭ সালের আগে হলে হজ ভিসা মিলবে না

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:৪৫ ২৭ এপ্রিল ২০২২  

হজযাত্রীদের বয়স ৬৫ বছরের নিচে হতে হবে এমন নির্দেশনা দিয়েছে সৌদি আরব। ২০২২ সালের হজযাত্রীদের জন্য এ নির্দেশনা দেয় দেশটি। এ শর্ত নিয়ে সৌদি আরবের জেদ্দার বাংলাদেশ হজ অফিস থেকে একটি স্পষ্টকরণ ব্যাখ্যা পাওয়া গেছে।

 

জেদ্দার বাংলাদেশ হজ অফিসের কাউন্সেলর (হজ) মো. জহিরুল ইসলাম মঙ্গলবার (২৬ এপ্রিল) একটি চিঠির মাধ্যমে জানিয়েছেন, সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় হজযাত্রীদের সর্বোচ্চ বয়সসীমা ৬৫ বছর নির্ধারণ করেছে।

 

সে অনুসারে, সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় থেকে পাঠানো ই-মেইলে জানানো হয়েছে, পাসপোর্টের তথ্যানুযায়ী জন্মতারিখ ৩০ জুন ১৯৫৭ বা তার আগের তারিখ হলে পাসপোর্টধারীর অনুকূলে আসন্ন মৌসুমে হজ ভিসা ইস্যু করা হবে না। ফলে ২০২২ সালের হজযাত্রীদের পাসপোর্টের তথ্যানুযায়ী জন্মতারিখ ১ জুলাই ১৯৫৭ সাল থেকে পরবর্তী সময় হতে হবে।

 

এর বাইরে হজযাত্রীদের পূর্ণ ডোজ টিকা নেয়া থাকতে হবে। সৌদির উদ্দেশে রওনা হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে পিসিআর টেস্টের নেগেটিভ সনদ লাগবে। প্রত্যেক হজযাত্রীকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। হজ পালনের সময় তাদের স্বাস্থ্য ও নিরাপত্তা সুরক্ষায় নেয়া সব ধরনের পূর্বসতর্কতামূলক পদক্ষেপ মেনে চলতে হবে।

 

করোনা মহামারি পরিস্থিতির উন্নতি হওয়ায় চলতি বছর ১০ লাখ হজযাত্রীকে হজ করতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। বাংলাদেশ থেকে এবার ৫৭ হাজার ৮৫৬ জন হজে যেতে পারবেন।

ধর্ম বিভাগের পাঠকপ্রিয় খবর