ঢাকা, ১৫ জানুয়ারি বুধবার, ২০২৫ || ২ মাঘ ১৪৩১
good-food
১৫

পিএসএলে লিটন-রিশাদের দ্বিগুণ আয় করবেন নাহিদ রানা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:৪৭ ১৪ জানুয়ারি ২০২৫  

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসর মাঠে গড়াচ্ছে আগামী ১০ এপ্রিল। এর আগে সোমবার (১৩ জানুয়ারি) লাহোর ফোর্টে অনুষ্ঠিত হয়েছে আসন্ন আসরের প্লেয়ার্স ড্রাফট। এতে দল পেয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার। 

 

এর মধ্যে পেশোয়ার জালমিতে খেলবেন টাইগার তরুণ গতিতারকা নাহিদ রানা। উইকেটকিপার-ব্যাটার লিটন দাস মাঠ মাতাবেন করাচি কিংসের হয়েছে। আর লেগস্পিনার রিশাদ হোসেন ঘূর্ণি জাদু দেখাবেন লাহোর কালান্দার্সের পক্ষে। 

 

এবারের নিলামে ৩৯ বাংলাদেশি ক্রিকেটারের নাম উঠেছিল। কিন্তু মাত্র তিনজন পিএসএলে দল পেয়েছেন। গোল্ড ক্যাটাগরি থেকে দল পান নাহিদ, সিলভার ক্যাটাগরি থেকে রিশাদ ও লিটন।

 

এদের মধ্যে এবার সর্বোচ্চ পারিশ্রমিক পাবেন নাহিদ রানা। প্রথমবারের মতো বিদেশি লিগে দল পাওয়া তরুণ পেসারের নাম উঠেছিল ড্রাফটের গোল্ড ক্যাটাগরিতে। এতে থাকা খেলোয়াড়দের পারিশ্রমিক ৫০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬০ লাখ টাকারও বেশি।

 

লিটন দাস ও রিশাদ হোসেন সিলভার ক্যাটাগরিতে দল পেয়েছেন। এতে থাকা ক্রিকেটাররা আয় করবেন ২৫ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় তা প্রায় ৩০ লাখ টাকা।

 

বাংলাদেশের ৩৯ ক্রিকেটারের মধ্যে সর্বোচ্চ প্লাটিনাম ক্যাটাগরিতে ছিলেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। নিলামে প্রথমে ডাকা হয় এই দুই তারকার নাম। কিন্তু তাদের প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।

 

প্লাটিনাম ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা ১ লাখ ৩০ হাজার থেকে দেড় লাখ ডলার পর্যন্ত পেয়ে থাকেন। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সোয়া ১ কোটি টাকার মতো।
 

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর