ঢাকা, ২৩ ডিসেম্বর সোমবার, ২০২৪ || ৯ পৌষ ১৪৩১
good-food
৬৭

পুতিনকে ফোনে যে পরামর্শ দিলেন ট্রাম্প

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:০৫ ১১ নভেম্বর ২০২৪  

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হয়েছেন এবং দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে ফিরতে যাচ্ছেন। এর আগেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেন যুদ্ধ নিয়ে ফোনে কথা বলেছেন তিনি এবং উত্তেজনা এড়ানোর জন্য পরামর্শ দিয়েছেন।  যদিও এখনো মার্কিন নির্বাচনের ফলাফল পুরোপুরি ঘোষণা হয়নি। সোমবার পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স এবং এনডিটিভি।

 

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং তাকে ইউক্রেন যুদ্ধ আর না বাড়াতে পরামর্শ দিয়েছেন বলে তাদের কথোপকথনের বিষয়ে অবগত একটি সূত্র রোববার রয়টার্সকে জানিয়েছে।

 

সূত্রটি জানিয়েছে, এর আগে গত বুধবার ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলেন। নির্বাচনের আগে ট্রাম্প অবশ্য ইউক্রেনের জন্য মার্কিন সামরিক ও আর্থিক সহায়তার সমালোচনা করেছেন এবং আড়াই বছর ধরে চলা এই যুদ্ধ দ্রুত শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন। যদিও কীভাবে তিনি সেটি করবেন তা বলেননি। 

 

সংবাদমাধ্যম বলছে, নির্বাচনে জয়ের পরেই পুতিনকে ফোন করেন ট্রাম্প। প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের রিপোর্ট অনুযায়ী, গত বৃহস্পতিবার ফ্লোরিডায় নিজের বাসভবন থেকেই পুতিনের সঙ্গে ফোনালাপ করেন ট্রাম্প। তখনও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলপ্রকাশ সম্পূর্ণ হয়নি। তার আগেই দুই নেতার মধ্যে কথা হয়।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর