ঢাকা, ২৫ নভেম্বর সোমবার, ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৩৬০

পুতিনের প্রস্তাব গ্রহণ করলেন ইউক্রেন প্রেসিডেন্ট

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৪০ ২৬ ফেব্রুয়ারি ২০২২  

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রস্তাব গ্রহণ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শান্তি ও যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন তিনি। শনিবার (২৬ ফেব্রুয়ারি) তার প্রেস সচিব সের্গেই নিকিফোরভ এ তথ্য জানিয়েছেন। খবর তাসের।

 

নিজের ফেসবুক অ্যাকাউন্টে নিকিফোরভ লিখেছেন, ‘আমরা আলোচনায় অস্বীকৃতি জানিয়েছি। এই অভিযোগ আমাকে এড়াতে হবে। শান্তি ও যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় সবসময় প্রস্তুত রয়েছে ইউক্রেন। এটি আমাদের স্থায়ী অবস্থান। আমরা রাশিয়ার প্রেসিডেন্টের প্রস্তাব গ্রহণ করেছি।’

 

নিকিফোরভের তথ্য অনুযায়ী, আলোচনার জন্য স্থান ও সময় নির্ধারণে কথাবার্তা চলছে। তিনি উল্লেখ করেন, যত দ্রুত আলোচনা শুরু হবে, তত বেশি স্বাভাবিক জীবনে ফেরার সম্ভাবনা তৈরি হবে।

 

এর আগে রুশ প্রেসিডেন্টের প্রেস সচিব দিমিত্রি পেসকভ বলেন, ইউক্রেনের সঙ্গে আলোচনার জন্য বেলারুশের রাজধানী মিনস্কে প্রতিনিধি দল পাঠাতে প্রস্তুত রয়েছেন পুতিন।

 

পরে তিনি বলেন, তবে আলোচনার সম্ভাব্য স্থান হিসেবে ওয়ারশ’র প্রস্তাব দেয় ইউক্রেন। এরপর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

 

গত বৃহস্পতিবার ভোরে ইউক্রেনে সামরিক অভিযান চালায় রাশিয়া। ওই সময় মস্কো জানায়, পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক ও লুহানস্কে রুশপন্থীদের ওপর নির্যাতন চালাচ্ছে ইউক্রেন। তাদের রক্ষার্থে এই অভিযান চালাচ্ছে তারা। তবে ইউক্রেন দখলের কোনও পরিকল্পনা নেই রুশ প্রশাসনের। তবে উল্টো দাবি করে কিয়েভ।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর